বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

মাহী বি. চৌধুরীকে ফের জিজ্ঞাসাবাদ ২৫ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে আবারও তলব করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল দুদকে হাজির হওয়ার নির্ধারিত দিনে তারা কমিশনে হাজির হননি। অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য আরও সময় চেয়ে আবেদন করলে ২৫ আগস্ট হাজির হওয়ার জন্য তাদের আবারও নোটিস দিয়েছে দুদক। দুদকের জনসংযোগ কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ৪ আগস্ট মাহী ও তার স্ত্রী আশফাহ হককে তলবি নোটিস পাঠান দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ। ৭ আগস্ট সকালে দুদকের প্রধান কার্যালয়ে তাদের হাজির হতে বলা হয়েছিল। দুদক সূত্র জানায়, মাহী বি চৌধুরী ও তার স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এই অর্থের উৎস জানতে তাদের তলব করা হয়েছে। গত জুন মাস থেকেই তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। মাহী ও তার স্ত্রীর সম্পদ, সম্পদের উৎস, ব্যাংক হিসাব জানতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকের সহযোগিতা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর