বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

গুজব ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে

নিজস্ব প্রতিবেদক

গুজব ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, যে কোনো ধরনের গুজব যে কোনো সময় ভয়াবহ পরিস্থিতির সৃৃষ্টি করতে পারে। এ জন্য গুজব ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। সরকারও এ ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ জন্য রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা ও গুজব রটনাকারীদের ধরতে সিস্টেমের আপডেট করা হচ্ছে। এই যে পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এমন একটা গুজবেও সারা দেশে অনেকগুলো ঘটনা ঘটেছে। এসব ঠেকাতে জনসচেতনতা খুবই জরুরি। এ ছাড়া গুজব রটনাকারীদের ধরতে সরকারও নানাভাবে কাজ করছে। এ জন্য আজকে (গতকাল) একটি ভেহিকল মাউন্টেড ডাটা ইন্টারসেপ্টর সংগ্রহের একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে গতকাল ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রেমিট্যান্সের বিপরীতে শতকরা ২ ভাগ আর্থিক সহায়তার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এর ফলে চলতি অর্থবছরে ২০ বিলিয়ন ডলার বা ২ হাজার কোটি মার্কিন ডলার রেমিট্যান্স আসবে বলে আশা করছেন তিনি। তিনি বলেন, বিগত ২০১৮-১৯ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘ইতালি, সৌদি আরবসহ কিছু দেশ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের ওপর চার্জ বসিয়েছে। তাই প্রবাসীরা হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে থাকেন। শতকরা ২ ভাগ প্রণোদনা দেওয়ার ফলে তারা আর হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠাবেন না। ফলে ব্যাংকিং চ্যানেলে সেটি বেড়ে ২০ বিলিয়ন ডলার হবে বলে আশা করছি।’ যারা রেমিট্যান্স পাঠান তাদের কীভাবে প্রণোদনা দেওয়া হবে- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘যে ব্যাংকের মাধ্যমে পাঠাবেন সে ব্যাংকগুলোই তাদের প্রণোদনার অর্থ দেবে। পরবর্তী সময়ে ব্যাংকগুলোকে সরকার সে অর্থ পরিশোধ করে দেবে।’ উল্লেখ্য, কোনো প্রবাসী ১ হাজার ৫০০ ডলার রেমিট্যান্স পাঠালে তাকে কোনো প্রশ্ন না করে পাঠানো অর্থের বিপরীতে শতকরা ২ ভাগ আর্থিক সহায়তা দেওয়া হবে। কিন্তু কেউ যদি এর বেশি অর্থ পাঠান তার কাছে কিছু কাগজপত্র চাওয়া হবে। তবে রেমিট্যান্স পাঠানোর কোনো ঊর্ধ্বসীমা বা আপার লিমিট থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডেঙ্গুর প্রকোপ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটা নিয়ন্ত্রণে চলে আসবে। তবে এর জন্য মানুষের সচেতনতা দরকার। তিনি নিজেই দ্বিতীয় দফা ডেঙ্গুর রিস্কি জোনে আছেন বলে মনে করেন। কেননা দ্বিতীয় দফা ডেঙ্গু খুবই বিপজ্জনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সর্বশেষ খবর