শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আনুষ্ঠানিকতা শুরু হজের

কাবার পথে

মোস্তফা কাজল, মিনা (সৌদি আরব) থেকে

আনুষ্ঠানিকতা শুরু হজের

গতকাল এশার নামাজের পর শুরু হয়েছে পবিত্র হজের পাঁচ দিনের আনুষ্ঠানিকতা। হজের উদ্দেশ্যে মক্কা, মদিনাসহ সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে ৮ জিলহজ (৯ আগস্ট) হজের নিয়তে ইহরাম বেঁধে জোহরের আগেই মিনায় উপস্থিত হয়েছেন প্রায় ২৬ লাখ হাজী। এভাবে গত রাতভর হাজীরা গাড়িযোগে ও পায়ে হেঁটে মিনার তাঁবুতে হাজির হন। এখানে আজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা। এরপর ১০ আগস্ট (৯ জিলহজ) পালিত হবে পবিত্র হজ। এ দিন আরাফাতের ময়দানে বিশ্ব মুসলিম সম্মিলনে উপস্থিত হবেন হাজীরা। প্রতি বছরের মতো এবারও গতকাল (৭ আগস্ট) হাজীদের কাছে মাসজিদুল হারামে হজের নিয়মাবলি ও করণীয় সম্পর্কে বয়ান করা হয়েছে। এ বয়ান শুনেই হাজীরা হজের সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন। এরপর সবাই ইহরাম পরতে শুরু করেন। কাল ৯ জিলহজ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার মাধ্যমে পালিত হবে পবিত্র হজ। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, আরাফাই হজ। তাই ফজরের পর সম্ভব হলে মিনায় গোসল করে নেবেন হাজীরা। অথবা অজু করে ভোরে সবাই আরাফাতের ময়দানে রওনা দেবেন। জোহরের আগেই হজের অন্যতম রোকন পালনে আরাফাতের ময়দানে গিয়ে উপস্থিত হবেন তারা। সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করবেন। এটাই হলো হজের অন্যতম রোকন। এ ছাড়া ওই দিন আরাফাতের ময়দানে অবস্থান করে হজের খুতবা শুনবেন এবং নিজ নিজ তাঁবুতে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। এরপর সন্ধ্যায় মাগরিব না পড়ে মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ এক আজানে আলাদা ইকামতে একসঙ্গে ধারাবাহিকভাবে আদায় করবেন। এরপর মিনার জামারায় (শয়তানকে মারার জন্য) পাথর সংগ্রহ করবেন। ১০ জিলহজ সকালে মুজদালিফা থেকে মিনায় এসেই বড় জামারায় ৭টি কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর কোরবানি দেবেন। কোরবানির পর মাথা ন্যাড়া করবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর