শনিবার, ১০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ঈদের পর কোনো জয় রাইড নয়

নিজস্ব প্রতিবেদক

ঈদের পর কোনো জয় রাইড নয়

র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ঈদের পরদিন সড়ক দুর্ঘটনা বেড়ে যায়। এতে চালকদের পাশাপাশি যাত্রীদেরও ভূমিকা রয়েছে। তবে যারা গ্রামে গাড়ি নিয়ে ঈদ করতে যাবেন, তাদের ঈদের দিন বা ঈদের পরদিন ‘জয় রাইডে’ বের না হওয়ার আহ্বান জানান তিনি। তবে সারা দেশের ৪২টি দুর্ঘটনাপ্রবণ স্থানে র‌্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার বিষয়টি উল্লেখ করেন  এই র‌্যাবপ্রধান। ঈদুল আজহা উপলক্ষে গতকাল রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেনজীর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার, জামিল আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। র‌্যাব ডিজি বলেন, সামনে ঈদ, জাতীয় শোক দিবস ও জন্মাষ্টমী। র‌্যাব নিরাপত্তা বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে যাচ্ছে। ঈদ কেন্দ্র করে গরুরহাট, টার্মিনাল, বাসস্ট্যান্ড, স্টেশনসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া অজ্ঞান পার্টি, মলম পার্টি, জাল টাকাসহ বিভিন্ন অপকর্ম যেন না ঘটে, সে বিষয়ে নজরদারি রয়েছে র‌্যাবের। ঈদ জামাত ঘিরেও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাব নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর