শিরোনাম
শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া আমাদের দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া আমাদের দায়িত্ব

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তা পূরণে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। তিনি বলেন, এই স্বপ্ন পূরণ হলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। গতকাল জাতীয় শোক দিবসে সুপ্রিম কোর্ট আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে প্রধান বিচারপতি দিনব্যাপী রক্তদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ সুপ্রিম কোর্টের এ রক্তদান কর্মসূচিতে সার্বিক সহযোগিতা দেয়।

এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় কোরআন খতম ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া সকাল পৌনে ৭টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি।

সর্বশেষ খবর