শনিবার, ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গু চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৮৪ শতাংশ রোগী

এ পর্যন্ত ভর্তি ৫০ হাজার, মোট মৃত্যু ১৩৪

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৮৪ শতাংশ রোগী

সারা দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৭১৯ জন। এ বছর আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

আক্রান্তদের মধ্যে ৪২ হাজার ২৪৩ জন অর্থাৎ ৮৪ শতাংশ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ পর্যন্ত ১৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকালও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কায়ছার (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল ঢাকা শহরে মোট (সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত  হাসপাতালে) ভর্তি হয়েছেন ৭৫৯ জন। ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের হাসপাতালে ভর্তি ৯৬০ জন। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেলে ১১৮ জন, মিটফোর্ডে ৭২ জন, ঢাকা শিশু হাসপাতালে ২০ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে 

৭৯ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২৬ জন, পুলিশ হাসপাতাল রাজারবাগে ৯ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৭ জন, বিজিবি হাসপাতাল পিলখানা ঢাকায় ৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ২২ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫১ জন ও বেসরকারি অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকে ২৭২ জন ভর্তি হয়েছেন। বিভিন্ন বিভাগীয় শহরে মোট আক্রান্ত ৯৬০ জনের মধ্যে ঢাকা শহর ব্যতীত ঢাকা বিভাগে ২২৯ জন, চট্টগ্রামে ১৯২ জন, খুলনায় ১৫১ জন, রংপুরে ৭২ জন, রাজশাহীতে ১৩২ জন, বরিশালে ১০৫ জন, সিলেটে ১৫ জন ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও খবর- ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কায়ছার (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নাসিরনগর উপজেলায় প্রথম মৃত্যু এটি। কাউছার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের বারামহাটি পাড়ার সুরুজ মিয়ার ছেলে। সে চাতলপাড় কলেজের এইচএসসি পরিক্ষার্থী। বাগেরহাট : বাগেরহাটের বিভিন্ন উপজেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। গতকাল বাগেরহাট জেলায় সরকারি হিসেবে আরও ১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে শনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে বাগেরহাট জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জন। নতুন করে ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৪ জনকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে, ১ জনকে শরণখোলা ও ১ জনকে চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাটের ৯টি উপজেলার মধ্যে ৭টি উপজেলায়ই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। শরীয়তপুর : দুই দিনে শরীয়তপুর সদর হাসপাতালে নতুন করে ২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্র্তি হয়ে চিকিৎসাধীন। গত ২৯ জুলাই থেকে এ পর্যন্ত ১৪৪ জন ডেঙ্গু রোগী শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন । এর মধ্যে বেশির ভাগ রোগী চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। বরিশাল : বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে টানা দুই দিন ধরে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ৯১ জন। এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬৭ জন। একই সময়ে হাসপাতাল ছেড়েছেন ১১৪ জন। পটুয়াখালী : পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ২২ জন ডেঙ্গু রোগী। এ ছাড়াও চার উপজেলায় বর্তমানে চিকিৎসাধীন ৮ জন রোগী। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন রোগী। এদের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় উপজেলায় আক্রান্ত ৫ জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া : বগুড়ায় ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা কমবে বলে আশার কথা শোনাচ্ছে স্বাস্থ্য বিভাগ। এদিকে বগুড়ায় নতুন করে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ৩১ জন। জেলায় সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট চিকিৎসাধীন ১৩০ জন। এর মধ্যে জেলার সোনাতলা উপজেলায় ঈদের ছুটির মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সসহ আক্রান্ত হয়েছেন ১০ জন। বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটির কারণে ঢাকা থেকে অনেকেই বগুড়ায় এসেছেন। এ কারণে ছুটির মধ্যে বগুড়ায় ডেঙ্গু জ¦রের প্রকোপ বেড়ে যায়। ঈদের ছুটি শেষ হওয়ার কারণে অনেকেই আবার ঢাকায় ফিরে যাচ্ছেন। সে জন্য বগুড়ায় এখন ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে।

সর্বশেষ খবর