শনিবার, ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

এবার কর্মক্ষেত্রে ফেরার পালা

নিজস্ব প্রতিবেদক

এবার কর্মক্ষেত্রে ফেরার পালা

ঈদ আনন্দ শেষ। এবার গ্রাম থেকে ঢাকা ফেরা শুরু। ছবিটি গতকাল সদরঘাট থেকে তোলা -জয়ীতা রায়

গতকাল শুক্রবার ছুটির দিনেও বাস, ট্রেন, লঞ্চে ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড় ছিল। ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। মহাসড়কে যানজটের বালাই ছিল না, ট্রেন চলাচলও অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে- ফলে খুব বেশি দুর্ভোগ ভোগান্তি ছাড়াই মানুষজন ঢাকায় ফিরতে পেরেছেন। তবে ফিরতি যাত্রাতেও বাস-লঞ্চে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন স্থান থেকে ঢাকার পথে ছেড়ে আসা কোচগুলোতে দেড়-দুই গুণ ভাড়া আদায় করা হয়েছে। আবার অনেক কোচে নির্ধারিত ভাড়া বজায় রাখলেও টিকিট পেতে বাড়তি ১০০/১৫০ টাকা হাতিয়ে নিয়েছে কলার বয়রা। তবে বাস মালিকরা এ অভিযোগ অস্বীকার করে বলছেন, নির্ধারিত ভাড়ার মধ্যে তারা আরও যাত্রীসেবা বাড়িয়েছেন। অতিরিক্ত যাত্রীর কারণে কাউন্টারগুলোতে শিডিউলের বাইরেও বাস দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। যশোর থেকে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার গাবতলীতে পৌঁছানো কোচ যাত্রী আয়নাল হোসাইন বলেন, কোচে স্বাচ্ছন্দ্যেই আসতে পেরেছি। তবে দৌলতদিয়া ঘাটে ফেরি পারাপারের জন্য অপেক্ষমাণ ৫/৭শ’ গাড়ির জটে দুই ঘণ্টা আটকে থাকতে হয়েছে। সোহাগ পরিবহনের চালক সোহেল আরমান জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া ঘাটে ঢাকায় কর্মস্থলে ফেরা মানুষের ঢল নেমেছে। দৌলতদিয়া ঘাট পারাপারের অপেক্ষায় দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। ঈদুল আজহা ও জাতীয় শোক দিবসের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মমুখী মানুষ। রাজধানীর বাস-ট্রেন স্টেশন ও লঞ্চ টার্মিনালগুলোতে ঘুরে দেখা যায় আবারও চিরচেনা রূপে ফিরে আসছে রাজধানী ঢাকা। ১৮ আগস্ট রবিবার সরকারি চাকরিজীবীদের অফিস শুরু হবে বলে শনিবারও রাজধানীমুখী যানবাহনগুলোতে যাত্রীদের চাপ থাকবে বলে ধারণা করা যাচ্ছে। ঢাকামুখী বাস, ট্রেন, লঞ্চে যাত্রী ভিড় থাকলেও রাজধানীর রাস্তাঘাট এখনো তেমন জমে উঠেনি। গতকালও সীমিত সংখ্যক বাস-মিনিবাসের চলাচল লক্ষ্য করা গেছে। সিএনজি-রিকশার আধিক্যও চোখে পড়েনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর