শনিবার, ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ঢাকা-দিল্লি বন্ধুত্ব নতুন এক উচ্চতায়

নয়াদিল্লি প্রতিনিধি

ঢাকা-দিল্লি বন্ধুত্ব নতুন এক উচ্চতায়

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির পরিচালনায় বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার হয়ে নতুন এক উচ্চতায় পৌঁছেছে। হাইকমিশনার শুক্রবার নয়াদিল্লিতে ন্যাশনাল ডিফেন্স কলেজে ৫৯তম এনডিসি কোর্সে অংশগ্রহণরত অফিসারদের উদ্দেশে বক্তৃতা করছিলেন। বক্তৃতার বিষয় ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের রূপরেখা : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার বর্ণনা দিয়ে সৈয়দ মোয়াজ্জেম বলেন, উভয় দেশ নিরাপত্তা সহযোগিতা মজবুত করেছে। তারা সন্ত্রাসবাদ নির্মূল করতে বদ্ধপরিকর। বাংলাদেশের অনড় নীতি হলো, ভারত বা যে কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কাজ চালানোর জন্য সে কাউকেই তার মাটি ব্যবহার করতে দেবে না। ৪৭ সপ্তাহের এই কোর্সে ভারত ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভুটান, ব্রাজিল, মিসর, ইন্দোনেশিয়া, জাপান, কেনিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, নাইজেরিয়া, ওমান, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের ২৫ জন অফিসার অংশ নিচ্ছেন।

সর্বশেষ খবর