রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

৩৩০ জন চিকিৎসক ও নার্স ডেঙ্গু রোগী

২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৭৯ জন

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে এখনো প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। রোগীর তালিকা থেকে বাদ যাননি চিকিৎসক-নার্স এবং অন্য স্বাস্থ্যকর্র্মীরাও। গতকাল পর্যন্ত ৩৩০ জন চিকিৎসক-নার্সসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত সাতজন চিকিৎসক, দুজন নার্স ও একজন স্বাস্থ্যকর্মী মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, ১০৪ জন চিকিৎসক, ১৩৬ জন নার্স ও ৯০ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালের ১৮৮ এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফ আক্রান্ত হন ১৪২ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭৯ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭০ জন এবং অন্য বিভাগে ৬০৯ জন। এ পর্যন্ত সরকারি হিসাবে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৫ হাজার ৮৮১ জন। এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ২৮৯ জন। এ ছাড়া আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সার্জারি বিভাগের ২৪ নম্বর ওয়ার্ডের রেজিস্টার ডা. উদয় শংকর সরকারের ডেঙ্গু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে চিকিৎসাধীন পাঁচ মাস বয়সী জারিফ শুক্রবার সন্ধ্যায় মারা গেছে। সে শিকারিকান্দা গ্রামের মো. আরিফের ছেলে। দুই সিটি করপোরেশনের অভিযান : ঢাকা উত্তর সিটি করপোশেনের পক্ষ থেকে ডেঙ্গু নিধনে একযোগে সব ওয়ার্ডে চিরুনি অভিযান চালানো হয়েছে। এ সময় লার্ভা নিধনে বাড়ি বাড়ি অভিযান চালান সিটি করপোরেশনের কর্মীরা। দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন অভিযানে রিয়েল এস্টেট কোম্পানি নগর হোমসের নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ওই কোম্পানির সুপারভাইজার পলাশকে তিন দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অঞ্চল-১-এর নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। পাঁচটি বাড়িতে নোংরা অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। যাত্রাবাড়ীর ৩১টি বাড়ি পরিদর্শন করে চারজন বাড়িমালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর