রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কাশ্মীরে ঢুকতে পারেননি রাহুল

কলকাতা প্রতিনিধি

কাশ্মীরে ঢুকতে পারেননি রাহুল

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ঘটনাবহুল কাশ্মীরে ঢুকতে দেওয়া হয়নি। তিনি গতকাল ১১ রাজনীতিবিদকে নিয়ে শ্রীনগর বিমানবন্দরে পৌঁছালেও সেখান থেকেই তাদের দিল্লিতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

এর আগে রাহুল সরকারি নিষেধ উপেক্ষা করে তার সহযাত্রীদের নিয়ে জম্মু ও কাশ্মীর রওনা হন। তবে রাহুলের দলকে শ্রীনগরে যাওয়ার অনুমতি দেওয়া নিয়ে তখনই সংবাদমাধ্যমগুলো সন্দেহ প্রকাশ করেছিল। কারণ বিশেষ মর্যাদা বাতিলের পর এখন পর্যন্ত কোনো রাজনৈতিক নেতাকে কাশ্মীরে প্রবেশ করতে দেওয়া হয়নি। রাহুলের আগে কংগ্রেস পার্টির জ্যেষ্ঠ নেতা গুলাম নবী আজাদও দুবার কাশ্মীর যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। দুবারই তাকে জম্মু বিমানবন্দরে আটকে দিয়ে জোর করে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়। খবরে বলা হয়, কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাহুল তার দল নিয়ে জম্মু ও কাশ্মীরে রওনা দেওয়ার ঘোষণা দেন। পরে গতকাল দুপুরের পর কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে পৌঁছলে দলসহ রাহুল গান্ধীকে কোথাও যেতে না দিয়ে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, দেশটির প্রধান বিরোধী দলের অন্যতম এই নেতাকে সদলবলে কাশ্মীর থেকে ফেরত পাঠানো হয়েছে। উপত্যকায় উত্তেজনা ছড়াবে এমন দাবি করে বিমানবন্দর থেকেই রাহুলসহ অন্য নেতাদের ফিরিয়ে দেওয়া হবে বলে এর আগেই হুঁশিয়ার করেছিল কেন্দ্রীয় সরকার। রাহুল গতকাল বিকালে কাশ্মীরের শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে দিল্লি বিমানবন্দর ত্যাগ করেন। তার সফরসঙ্গী ছিলেন কংগ্রেসের অন্যতম নেতা গুলাম নবী আজাদ এবং আনন্দ শর্মা। এ ছাড়াও ছিলেন সিপিআইএমের সীতারাম ইয়েচুরী, সিপিআইর ডি রাজা, ডিএমকের তিরুচি শিবা, আরজেডির মনোজ ঝাঁ এবং তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদী।

সর্বশেষ খবর