রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

তারেককে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন হবে

নিজস্ব প্রতিবেদক

তারেককে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন হবে

২১ আগস্ট গ্রেনেড হামলার ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তার শাস্তি কার্যকরের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় কাজ করছে। গতকাল্র সকালে বনানী কবরস্থানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমান রক্তাক্ত হয়েছিলেন। আমার মনে হয়, এরপরেও যদি তাকে সময়মতো চিকিৎসা দেওয়া যেত, তিনি বেঁচে যেতেন। কিন্তু অসহযোগিতার কারণে তার সঠিক সময়ে চিকিৎসা দেওয়া যায়নি। তিনি বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার রায় দিয়েছে আদালত। এখন ডেথ রেফারেন্সের শুনানি হবে। এই হামলার যে মাস্টারমাইন্ড (তারেক রহমান) তার সর্বোচ্চ শাস্তির উচ্চ আদালতে আপিল করব। আমাদের ইচ্ছে, জনগণের ইচ্ছে ২১ আগস্ট গ্রেনেড হামলার যে মাস্টারমাইন্ড তার সর্বোচ্চ শাস্তি হোক। কাদের বলেন, তারেক রহমানকে ফিরিয়ে আনতে যে বাধা সেটা আমাদের অতিক্রম করতে হবে। আমাদের রাজনৈতিক পথ কখনই মসৃণ ছিল না। আমরা সব বাধা অতিক্রম করেই আজ এখানে এসেছি। এ ঘটনার যে মাস্টারমাইন্ড তার শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আইভি রহমানকে স্মরণ করে তিনি বলেন, বাংলার মানুষের গণতান্ত্রিক আন্দোলনের অসাধারণ নেত্রী আইভি রহমান। তিনি এভাবে চলে যাবেন আমরা কখনো ভাবিনি। তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতিতে আধুনিকতম নারী নেত্রী। যাকে কখনো আমরা সভা মঞ্চে দেখতাম না। সব সময় তার নারী সহকর্মীদের নিয়ে মঞ্চের নিচে বসতেন। সেদিনও তিনি সভা শেষে মহিলাদের নিয়ে মিছিলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

সর্বশেষ খবর