সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
উৎকণ্ঠা রোহিঙ্গা তৎপরতায়

কী দেখে তারা ফিরে যাবে

-ইমতিয়াজ আহমেদ

নিজস্ব প্রতিবেদক

কী দেখে তারা ফিরে যাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেছেন, তাদের ফিরিয়ে নিতে গত দুই বছরে মিয়ানমার কোনো ধরনের পরিবর্তন আনেনি। তাহলে কী দেখে তারা ফিরে যাবে? তাই তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে পরিবর্তন না দেখে তারা যাবে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এ কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য আইনগত কিংবা কাঠামোগত কোনো পরিবর্তন আনেনি মিয়ানমার। তাহলে কিসের ভিত্তিতে রোহিঙ্গারা ফিরে যাবে? রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার তামাশা করছে। মিয়ানমার রোহিঙ্গাদের ব্যাপারে মোটেও সিরিয়াস নয়। এটা আন্তর্জাতিকভাবে সুষ্পষ্ট যে, রোহিঙ্গারা অত্যাচার, নিপীড়ন এবং গণহত্যার শিকার হয়েছে মিয়ানমারে। রোহিঙ্গাদের যেভাবে মিয়ানমার বিতাড়িত করেছে, এদের নিরাপত্তায় যখন কোনো বাহিনী থাকবে কিংবা কোনো আইন পরিবর্তন হবে তাদের সুরক্ষায়, তখন তারা যেতে চাইবে। পরিবর্তন হলে এদের ফেরাতে বাস, ট্রাক লাগবে না; এরা নিজেরাই চলে যাবে। অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, রোহিঙ্গাদের এ ক্যাম্পগুলোতে সত্যি কথা বলতে থাকার মতো পরিবেশ নেই, কিন্তু মিয়ানমারে যে ফিরে যাবে সেখানেও তো বাঁচার মতো পরিবেশ নেই। কোনোরকমে মৃত্যুর মুখ থেকে তারা ফিরে এসেছে। মিয়ানমারকে আইনগত এবং কাঠামোগত দৃশ্যমান পরিবর্তন আনতে চাপ সৃষ্টি করতে হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর