মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কারও মধ্যস্থতার দরকার নেই

কারও মধ্যস্থতার দরকার নেই

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত-পাকিস্তান ইস্যুতে কারও মধ্যস্থতার দরকার নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গতকাল বৈঠকে তিনি এ কথা বলেন। পরে ট্রাম্পও বলেন, কাশ্মীর ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় ইস্যু। ট্রাম্পের এ অবস্থানকে ভারতের জয় হিসেবেই দেখছে কূটনৈতিক শিবির। খবর এনডিটিভির।

মূলত ট্রাম্প মোদির সুরে সুর মিলিয়ে বলেছেন, ভারত-পাকিস্তান নিজেরাই এ বিরোধ মেটাতে পারে। তবে প্রয়োজন পড়লে ট্রাম্প তাদের সহায়তা করতে প্রস্তুত বলেও ফের জানিয়েছেন। ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে গতকাল এক বৈঠকে ট্রাম্প ও মোদি কাশ্মীর প্রসঙ্গ নিয়ে আলাপ করেন। তখনই কাশ্মীর ইস্যুটি দ্বিপক্ষীয় এবং এতে মধ্যস্থতার প্রয়োজন নেই বলে ট্রাম্পকে বুঝিয়ে দেন মোদি। পরে সংবাদ সম্মেলনে মোদি জানান, ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় ইস্যুতে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা বরদাস্ত করা হবে না। দুই দেশের সমস্যা নিজেরাই আলোচনা করে সমাধান করার ব্যাপারে বিশ্বাসী বলেও জানান তিনি। ওদিকে ট্রাম্পও সাংবাদিকদের বলেন, তারা কাশ্মীর নিয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে বলেছেন, তিনি কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। তাই এ বিষয়ে বিশ্বের অন্য কোনো দেশের আর কষ্ট করার প্রয়োজন নেই। ভারত-পাকিস্তান একসঙ্গে আলোচনা করে নিজেদের সমস্যা সমাধান করতে সক্ষম বলে তিনি বিশ্বাস করেন। ৫ আগস্ট ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের যুক্তরাষ্ট্র সফরের সময় ট্রাম্প বলেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার অনুরোধ জানিয়েছেন। তখন সে কথা নিয়ে ভারতে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। ভারত ট্রাম্পকে মধ্যস্থতার অনুরোধ জানানোর কথা অস্বীকার করে। তার পরও ট্রাম্প বলেছিলেন, কাশ্মীর বিরোধে তিনি মধ্যস্থতা করতে চান। সংবাদ সম্মেলনে ট্রাম্পও বলেন, ‘আমরা কাশ্মীর নিয়ে কথা বলেছি। প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) সত্যিই মনে করেন, তিনি কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। ভারত পাকিস্তানের সঙ্গে কথা বলছে এবং আমার স্থির বিশ্বাস, তারা (ভারত ও পাকিস্তান) এমন কিছু করতে সক্ষম হবে, যা খুবই ভালো হবে।’ ভারত এবং পাকিস্তান দুই দেশকেই ভালো বন্ধু বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর