মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

তামিমের অভাব বোধ করবেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

তামিমের অভাব বোধ করবেন সাকিব

ফর্মে নেই তামিম ইকবাল। বিশ্বকাপ ক্রিকেটের বাজে ফর্ম স্পষ্ট ছিল শ্রীলঙ্কা সফরেও। এ অবস্থা থেকে পরিত্রাণ চাইছেন দেশসেরা ওপেনার। এজন্য আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও তিন জাতির টি-২০ টুর্নামেন্ট থেকে বিশ্রাম নিয়েছেন। সেজন্যই দেখা যাবে না বাঁহাতি ওপেনারকে। টেস্ট ও তিন জাতির টুর্নামেন্টে তামিমের অভাব অনুভব করবেন টাইগার টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। তবে তার বিকল্প ওপেনার নিয়ে টেনশনে নেই বিশ্বসেরা অল রাউন্ডার। তামিম যখন ফর্ম হারিয়ে ফেলেন, তখন সাকিবই তাকে বিশ্রামের পরামর্শ দেন। নতুন করে ফিরে আসার পরিকল্পনায় তামিমও মেনে নেন পরামর্শ। তার অভাবে এখন নতুন বলে কে খেলবেন, এ নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। কিন্তু টেনশন নেই সাকিবের, ‘যে জায়গাগুলো ফাঁকা হয়, কিংবা ফাঁকা থাকে, সেই জায়গাগুলো নিয়ে আমরা সবসময় আলাপ-আলোচনা করি। আলাপ-আলোচনার পর আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাই সেই জায়গার ক্রিকেটার নিয়ে। আমরা সব সময় জয়ের জন্যই খেলি। তাই সেরাটাই নির্বাচন করি। কারণ খেলার সময় ক্রিকেটার তৈরির কথা ভাবে না। সেরা ক্রিকেটারকেই খেলায়।’ আফগানিস্তানের বিপক্ষে  টেস্ট ম্যাচটি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫-৯ সেপ্টেম্বর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর