বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গা নিয়ে যারা খেলছে, ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা নিয়ে যারা খেলছে, ব্যবস্থা

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা সংকট নিয়ে যারা নোংরা খেলায় মেতে উঠেছে তাদের ব্যাপারে সরকারের কাছে তথ্য আছে। সময়মতো ব্যবস্থা নেওয়া হবে। গতকাল দুপুরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।   ওবায়দুল কাদের বলেন, সব বিষয়ই            আমাদের জানা আছে। রোহিঙ্গাদের মানবিক সাহায্য দিয়ে যাচ্ছি। তাদের নিয়ে যারা খেলতে চায়, তাদের ব্যাপারেও আমাদের কাছে তথ্য আছে। তিনি বলেন, এখানে বিদেশ থেকেও মদদ আছে, বাংলাদেশেও একটা মতলবি মহল আছে। যারা আন্দোলন সংগ্রাম নির্বাচনে ব্যর্থ, তাদের এখন ষড়যন্ত্র ছাড়া আর কোনো পথ নেই। তারা একবার কোটা আন্দোলন, একবার নিরাপদ সড়ক আন্দোলনে। এসব আন্দোলনকে পুঁজি করে তারা অতীতে ক্ষমতা দখলের পাঁয়তারা করেছে। এখন তারা রোহিঙ্গা ইস্যুকে রাজনৈতিক ইস্যু হিসেবে বেছে নিয়েছে। যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুন্নাহার রত্না, ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি সাবিনা আকতার তুহিন প্রমুখ।

সর্বশেষ খবর