বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আন্দোলনের কোনো বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক

আন্দোলনের কোনো বিকল্প নেই

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দুঃশাসনে দেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। সারা দেশে আজকে তারা (সরকার) একটা লুটের রাজত্ব কায়েম করেছে। যেখানেই যাবেন সেখানে দেখবেন আওয়ামী লীগের লোকেরা লুটপাট ছাড়া আর কোনো কিছু করছে না। ফলে আজকে সমস্ত কিছু ভেঙে পড়ছে, শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। দুঃশাসনে আজ সমগ্র দেশে একটা অসহ্য, অস্বাভাবিক ও দুঃসহনীয় পরিবেশ বিরাজ করছে। এ থেকে মুক্তি পেতে আন্দোলনের কোনো বিকল্প নেই। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির (কাজী জাফর) সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় বিএনপি মহাসচিব এ কথা বলেন। তিনি বলেন, সংরক্ষিত মহিলা আসনের বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা সরকারের কাছে প্লট চেয়ে কোনো অন্যায় করেননি। তবে প্লট চাওয়ার বিষয়টি রুমিনের জন্য ‘আন-ইথিক্যাল’ হয়েছে। ফেসবুকসহ পত্র-পত্রিকাতে ড্রাম বাজিয়ে রুমিনের বিরুদ্ধে একটি অবস্থান তৈরি করার চেষ্টা হচ্ছে। অনুরোধ করব, দয়া করে রুমিনের বিরুদ্ধে বা অন্য কারও বিরুদ্ধে  কোনো কমেন্ট করবেন না।’ এতে আন্দোলনের ক্ষতি হবে।

সর্বশেষ খবর