বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নিয়ন্ত্রকরা সঠিক ভূমিকা রাখতে পারছেন না

-ড. নাজনীন আহমেদ

নিয়ন্ত্রকরা সঠিক ভূমিকা রাখতে পারছেন না

বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষক ড. নাজনীন আহমেদ বলেছেন, আর্থিক খাত নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ও কর্তাব্যক্তিরা সঠিক ভূমিকা পালন করতে পারেননি। ফলে আস্থাহীনতা তৈরি হয়েছে। এখনই এ বিষয়ে সবার সচেতন ও সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। বাংলাদেশ প্রতিদিনকে নাজনীন আহমেদ বলেন, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বড় ধরনের সংকট তৈরি করছে। ব্যাংকগুলো সংকটে রয়েছে। সম্প্রতি সরকার খেলাপি ঋণ কমাতে বিশেষ সুবিধার কথা ঘোষণা করেছে। এটি একটি ভালো উদ্যোগ। তবে যারা দুষ্টু খেলাপি তারা যেন এই সুবিধা না পান সে বিষয়ে সজাগ থাকতে হবে। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে, সরকার নিজেই বড় ঋণখেলাপি। সরকারের একাধিক প্রতিষ্ঠানের কাছে ব্যাংকগুলো টাকা পায়। এসব টাকা যদি ফেরত দেওয়া হয় তাহলে ব্যাংকগুলোতে আর্থিক ঘাটতি থাকবে না। সরকারেরও বাজেট থেকে ব্যাংকগুলোকে অর্থ বরাদ্দ করতে হতো না। এ ছাড়া ব্যাংক থেকে নামে-বেনামে যেভাবে টাকা চলে যায় সেগুলো বন্ধ করতে হবে। রাজনৈতিক প্রভাবের পাশাপাশি অন্য প্রভাবশালীরাও এসব অনিয়মের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। তিনি আরও বলেন, শেয়ারবাজারের ক্ষেত্রে সংকট দেখছি আমরা। বিষয়টি ভিন্ন হলেও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বা যারা স্টক মার্কেটের মূল কর্তাব্যক্তি তারা ব্যর্থ হয়েছেন। নতুন প্রোডাক্ট নিয়ে আসা, কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তারা সঠিক ভূমিকা পালন করেননি। বন্ড মার্কেট করতে পারেননি। এসব করতে পারলে স্টক মার্কেটে এই আস্থাহীনতা তৈরি হতো না। তারা বিপুলসংখ্যক মানুষকে শেয়ারবাজারে আকৃষ্ট করতে পারেননি। কারণ, কোনো গ্রাহক মনে করতে পারছেন না তার বিনিয়োগ শেয়ারবাজারে নিরাপদ থাকবে।

সর্বশেষ খবর