বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আমাকে না জানিয়েই শর্ত ভেঙে ঋণ রিশিডিউল বাংলাদেশ ব্যাংকের

অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এগারোজন ব্যবসায়ীকে শর্ত ভেঙে ঋণ রিশিডিউলের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমিও বিষয়টি পত্রিকায় দেখেছি। আমার কাছ থেকে এ বিষয়ে কোনো অনুমোদন নেওয়া হয়নি। আমি এ বিষয় খোঁজ নেব।

গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গণমাধ্যমের খবরে দেখা গেছে, ২০১৫ সালে ১১ জন ব্যবসায়ীকে ঋণ রিশিডিউল সুবিধা দেওয়া হয়েছিল। ওই সময় বলা হয়েছিল তারা যদি ঋণ পরিশোধ না করে তাহলে তাদের আর এ ধরনের সুযোগ দেওয়া হবে না। কিন্তু গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বোর্ড মিটিংয়ে আবারও তাদের নতুন করে রিশিডিউলের সুযোগ দেওয়া হলো। আপনি অর্থমন্ত্রী হিসেবে এটাকে কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমি এখনো জানি না কোন বিবেচনায় তাদের এ সুযোগ দেওয়া হলো। আগে কী শর্ত ছিল সেগুলোও আমাদের দেখতে হবে। তারপর বিষয়টি সম্পর্কে বলতে পারব।

সর্বশেষ খবর