বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রীর প্রতিবাদ

জাতীয় সংসদ সদস্য (যশোর-৬) ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বাংলাদেশ প্রতিদিন-এ ২৮ আগস্ট প্রকাশিত ‘ফিটলিস্টে নাম ছিল না, প্রতিমন্ত্রীর চাপে ডিসি করা হয় কবীরকে’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদপত্রে তিনি বলেন, ‘ভুল তথ্যের ভিত্তিতে এমন সংবাদ পরিবেশন সত্যিই দুঃখজনক। এমন সংবাদ পাঠ করে আমি সত্যিই মর্মাহত, ব্যথিত ও অসম্মানিত বোধ করছি।’ তিনি বলেন, সংবাদদাতা ভুলসূত্র থেকে তথ্যটি নিয়েছেন এবং তথ্যদাতা আমার আদর্শিক ভাবনা ও নীতিনৈতিকতাকে অসম্মানিত করতেই ভিত্তিহীন তথ্যটি দিয়েছেন। ইসমাত আরা সাদেক জানান, প্রতিমন্ত্রী থাকতে তিনি যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আইন, নিয়মনীতি মেনেই সিদ্ধান্ত নিয়েছেন যা প্রধানমন্ত্রীও অবগত আছেন। কেবিনেট ডিভিশনের দায়িত্বরত কমিটি ফিটলিস্ট প্রণয়ন করে থাকে। তিনি বলেন, ফিটলিস্টে আহমেদ কবীরের নাম থাকায় যাবতীয় নিয়মনীতি মেনে এরপর আমি ও তৎকালীন জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম তাকে জামালপুরের ডিসি নিয়োগে সম্মত হই।

সর্বশেষ খবর