রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
প্রতিক্রিয়া

দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না

ড. দেলোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক

দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেছেন, আসামের জাতীয় নাগরিকপঞ্জি থেকে ১৯ লাখ মানুষ বাদ পড়ায় আমাদের চিন্তার কোনো কারণ নেই। তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা ভারত করবে না। দ্বিপক্ষীয় সম্পর্কেও কোনো প্রভাব ফেলবে না। এটা সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ ও রাজনৈতিক বিষয়। মূলত সেখানকার কিছু রাজনৈতিক দল ও গোষ্ঠী এ নিয়ে অনেক দিন ধরে হৈচৈ করছে। ভারত সরকার কখনো কিছু বলেনি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আসামে ৮০-৯০ লাখ বিদেশি বসবাস করছে বলে সেখানকার কিছু দল ও গোষ্ঠী বলে আসছিল। তালিকা প্রকাশের পর দেখা গেল সেই সংখ্যা এক-চতুর্থাংশে নেমে এসেছে। এটাও চূড়ান্ত নয়। আবেদনের সুযোগ আছে। অন্তর্ভুক্তির চেষ্টা থাকবে। এই তালিকা হয়তো কমতে কমতে অনেক ছোট হয়ে আসবে। কতদূর যায় সেটাই দেখার বিষয়। তখন ভারত সরকার সিদ্ধান্ত নেবে তাদের কোথায় রাখবে। এ নিয়ে আমাদের ভাবার কোনো কারণ নেই। এ ছাড়া বিষয়টা ‘হাইলি পলিটিক্যাল’। ভারতেরই অনেক রাজ্য হয়তো তাদের স্বাগত জানাবে। আসামের অনেকেই এখন অন্য রাজ্যে গিয়ে বসবাস করছে। তিনি বলেন, তালিকায় বাদ পড়ার সংখ্যা ক্রমান্বয়ে কমছে। এটা আশার বিষয়। ৮০-৯০ লাখ থেকে ১৯ লাখে নেমে আসাতেই স্পষ্ট যে, বিষয়টা কতটা সেখানকার রাজনৈতিক। তবে হ্যাঁ, কোনো ধরনের সংকট যেন তৈরি না হয় সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। পর্যবেক্ষণ করতে হবে। ভারতের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ক্ষুদ্র স্বার্থে এ নিয়ে অহেতুক হৈচৈ সৃষ্টি করা আমাদের কারোরই উচিত হবে না। ভারতের সঙ্গে কখনই আমাদের ঝামেলা ছিল না। সেই শঙ্কাও নেই। মিয়ানমারের সঙ্গে ভারতকে মিশিয়ে ফেলা যাবে না। আসামের ঘটনা নিয়ে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো সমস্যা তৈরি হবে বলে মনে করি না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর