রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
প্রতিক্রিয়া

বাদপড়াদের নিয়ে চিন্তার কারণ নেই

ওয়ালিউর রহমান

নিজস্ব প্রতিবেদক

বাদপড়াদের নিয়ে চিন্তার কারণ নেই

আসামের নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া বাংলাভাষী মুসলিম ও হিন্দুদের নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই। এটি সম্পূর্ণভাবে ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’। সাবেক পররাষ্ট্রসচিব ওয়ালিউর রহমান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই বলেন। তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর সম্প্রতি বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন  যে, আসামের নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া মানুষদের বিষয়টি ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’। তাই বাদ পড়া এসব নাগরিককে নিয়ে বাংলাদেশের চিন্তার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আর এর কোনো ব্যত্যয় ঘটবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না।

ওয়ালিউর রহমান বলেন, বর্তমান সময়ের ডিপ্লোম্যাসি অনেক বদলে গেছে। বর্তমান সময়ে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে যা বলবে তাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে আমাদেরও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথার উপর গুরুত্ব দিতে হবে। আমি এই বাদ পড়া নাগরিকদের নিয়ে চিন্তা না করে বরং তাদের দিকে লক্ষ্য রাখার বিষয়ে গুরুত্ব দিতে আগ্রহী। একইসঙ্গে এই বিষয়ে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরও বিশ্বাস রাখতে চাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর