রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সঠিক বিচার হলে নারী নির্যাতন কমে আসত

নিজস্ব প্রতিবেদক

সঠিক বিচার হলে নারী নির্যাতন কমে আসত

বর্তমানে নারী নির্যাতনের চিত্র অত্যন্ত উদ্বেগজনক ও ভয়াবহ। নারীরা সঠিক বিচার পেলে পরিস্থিতি এত ভয়াবহ আকার ধারণ করত না। গতকাল এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত নুসরাত হত্যার বিচার নিয়ে ইউসিবি পাবলিক পার্লামেন্ট ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সুলতানা কামাল এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সুলতানা কামাল বলেন, প্রতিদিন আমরা যে হারে নারী নির্যাতনের চিত্র দেখতে পাচ্ছি তা আমাদের বিচলিত করছে। তবে নারী নির্যাতনের বিরুদ্ধে আজ যারা প্রতিবাদী হয়েছেন তাদের মধ্যে নুসরাতকে আমরা অন্যতম প্রতীক হিসেবে দেখি। মাননীয় বিচারকরা শঙ্কা প্রকাশ করে বলতে বাধ্য হয়েছেন নুসরাত হত্যার বিচার যেন তনু হত্যা, মিতু হত্যার বিচারের মতো হারিয়ে না যায়। তিনি আরও বলেন, আইন যখন নিপীড়নমূলক হয়, দমনমূলক হয়, আইন যখন মানুষের কথা বলে না তখন সমাজ মূল্যবোধহীন হয়ে পড়ে। প্রতিটি নির্যাতন প্রতিটি হত্যাকান্ডে র অবশ্যই সঠিক বিচার হতে হবে। সুষ্ঠু বিচার হতে হবে। আমরা কোনো শাস্তিমূলক সমাজ দেখতে চাই না। ন্যায়বিচারভিত্তিক সমাজ চাই। রাষ্ট্রকেই সেই দায়িত্ব নিতে হবে যাতে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। প্রতিবাদহীন সমাজ কখনও সামনে এগিয়ে যেতে পারে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর