শিরোনাম
রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজধানীতে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ

রাজধানীর ধানমন্ডিতে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল রাত সোয়া ৯টার দিকে ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ফুট-ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম (৩২) এবং একজন মন্ত্রীর প্রোটোকল বিভাগে কর্মরত এএসআই শাহাবুদ্দিন। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সায়েন্সল্যাব মোড়ের ওই স্থানটি কর্ডন করে রাখে পুলিশ। সেখান দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। নিউ মার্কেট থানার এএসআই খাইরুল ইসলাম সোহাগ জানান, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের প্রোটোকলের দায়িত্বে ছিলেন এএসআই শাহাবুদ্দিন। রাতে ল্যাবরেটরি মোড়ে মন্ত্রীকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় যানজট সৃষ্টি হয়। এ সময় এএসআই শাহাবুদ্দিন গাড়ি থেকে নেমে যানজট সৃষ্টিকারী গাড়িগুলো সরানোর জন্য যাচ্ছিলেন, সে সময় রাস্তায় ককটেলের মতো দেখতে একটা বোমা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই এএসআই শাহাবুদ্দিনসহ ওই স্থানে ট্রাফিকের দায়িত্বে থাকা কনস্টেবল আমিনুল গুরুতর আহত হন। ঢামেক সূত্র জানিয়েছে, বিস্ফোরণে আমিনুল হাতের আঙুলে এবং শাহাবুদ্দিন দুই পায়ে আঘাত পেয়েছেন। তাদের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর