সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট

জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও বরগুনা প্রতিনিধি

বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলায় স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনকে আসামি করে ৬৫ দিন পর ৬২৪ পৃষ্ঠার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। প্রতিবেদনে পুলিশ মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন (নয়ন বন্ড) বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টায় বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির। এ সময় বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজী আদালতে উপস্থিত ছিলেন না। বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশের বিশেষ শাখা থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের জানানো হয়, রিফাত হত্যা মামলায় ৩০২/৩৪/২১২/১০৯/১১৪/১২০-বি(১) ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এতে ২৪ জনকে অভিযুক্ত করা হয়। এ ছাড়া এজাহারনামীয় ১ নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি প্রদানের আবেদন করেছে পুলিশ। বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক (১৮ বছর ও এর ওপরে) ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের নিচে) ১৪ জনসহ মোট ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। প্রাপ্তবয়স্ক তালিকায় রিফাত ফরাজীকে ১ নম্বর আসামি ও মিন্নিকে ৭ নম্বর আসামি করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক তালিকায় রিশান ফরাজীকে ১ নম্বর আসামি করা হয়েছে। গ্রেফতার সবাইকে অভিযুক্ত করা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, বিচারক অভিযোগপত্র গ্রহণ করলেই আসামিদের নাম প্রকাশ করা হবে। এর আগে এ বিষয়ে কিছুই বলা যাবে না। এ সময় তিনি অন্য অভিযুক্তদের নাম প্রকাশেও অনীহা প্রকাশ করেন। রিফাত হত্যা মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামিরা হলো- রিফাত ফরাজী, রিশান ফরাজী, চন্দন সরকার, রাব্বি আকন, হাসান, অলি, টিকটক হৃদয়, সাগর, কামরুল হাসান সাইমুন, আরিয়ান শ্রাবণ, রাফিউল ইসলাম রাব্বি, তানভীর, নাজমুল হাসান, রাতুল সিকদার ও আয়শা সিদ্দিকা মিন্নি। মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি মুসা বন্ড, ৭ নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত, ৮ নম্বর আসামি রায়হান ও ১০ নম্বর আসামি রিফাত হাওলাদারকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। প্রধান আসামি নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি মুসা বন্ড, ৭ নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত, ৮ নম্বর আসামি রায়হান ও ১০ নম্বর আসামি রিফাত হাওলাদারকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। মামলার পরবর্তী তারিখ আগামীকাল ৩ সেপ্টেম্বর।

মিন্নির জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ : বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিনাদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল মিন্নির জামিন-সংক্রান্ত হাই কোর্টের রায়ের অনুলিপি প্রকাশের পর অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন এ আবেদন করেন। এর আগে বৃহস্পতিবার দুই শর্তে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ মিন্নিকে জামিন দেয়। জামিনের আদেশে হাই কোর্ট বলেছে, ‘তদন্ত প্রক্রিয়া যেহেতু শেষের দিকে এবং এ অবস্থায় তদন্ত প্রভাবিত করার কোনো সুযোগ নেই, তাই আমরা জামিন মঞ্জুর করলাম।’ ২৬ জুন সকালে প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজের গেটের সামনে রিফাতকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর অবস্থায় রিফাতকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকালে তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে বরগুনা থানায় হত্যা মামলা করেন, যেখানে মিন্নিকে প্রধান সাক্ষী করা হয়। এরপর ১৬ জুলাই সকাল পৌনে ১০টার দিকে মিন্নিকে তার বাবার বাড়ি বরগুনা পৌর শহরের নয়াকাটা-মাইঠা এলাকা থেকে পুলিশ লাইনসে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে একই দিন রাত ৯টায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরদিন মিন্নিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর কয়েক দফা আবেদন জানালেও নিম্ন আদালতে জামিন মেলেনি মিন্নির। পরে একই মামলায় জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেন মিন্নির আইনজীবীরা।

সর্বশেষ খবর