সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

উদ্বিগ্ন না হলেও বাংলাদেশের সতর্ক হওয়া প্রয়োজন

কূটনৈতিক প্রতিবেদক

উদ্বিগ্ন না হলেও বাংলাদেশের সতর্ক হওয়া প্রয়োজন

হুমায়ূন কবির

সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবির মনে করেন, ভারতের আসামে নাগরিকত্ব তালিকা থেকে ১৯ লাখ নাগরিকের বাদ পড়ার বিষয়ে উদ্বিগ্ন না হলেও এখনই বাংলাদেশের সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ তালিকায় বাদ পড়াদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশি বলে চিহ্নিত করার চেষ্টা চলছে, ভবিষ্যতে সেটা একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। শেষ পর্যন্ত যারা তালিকা থেকে বাদ পড়বে, তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করে ফেরত পাঠাতে ভারতের দিক থেকে কোনো একসময় একটা প্রচেষ্টা হতেও পারে। তবে এ ধরনের ঘটনা দ্বিপক্ষীয় একটি বিষয় থাকে। সেখানেই এই বিষয়টা পরিষ্কার করতে হবে। এটা যেন সেই পর্যায়ে না গড়ায়, এজন্য এখন থেকেই বক্তব্য তুলে ধরতে হবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট হুমায়ূন কবির গতকাল বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের ক্ষেত্রে যা ঘটেছে, অর্থাৎ একপক্ষীয়ভাবে জোর করে এত মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়া ভারতের পক্ষেও সম্ভব হবে না। কোনো কিছু করতে হলে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই ভারতকে তা করতে হবে বলে তিনি মনে করেন। এত মানুষকে বাংলাদেশ গ্রহণ না করলে ভারত জোর করে পাঠাবে না। একপক্ষীয় ব্যবস্থা ভারত নেবে আমার মনে হয় না। কাউকে বাংলাদেশে ফেরত পাঠাতে চাইলে ভারত আলোচনার মাধ্যমে কোনো ব্যবস্থার মধ্যে যাবে। ভারত প্রস্তাব দিলেও সেটা তো আর আমাদের গ্রহণ করতে হবে না। অভারতীয় হলেই বা বাংলাভাষী মুসলিম হলেই তো আর বাংলাদেশি হয়ে যায় না। সেটা জোরালোভাবে বলতে হবে। সুতরাং ভারতের অভ্যন্তরীণভাবেই এ বিষয়টা সমাধান করতে হবে। হুমায়ূন কবির বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকার পরও এ ধরনের ঘটনা যে ঘটবে না সেটা বলা যায় না। যুক্তরাষ্ট্র মেক্সিকোর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, তাদের মধ্যেও খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু এরকম অভিবাসী ইস্যুতে দুই দেশের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়েছে।

সর্বশেষ খবর