সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সামনে মন্ত্রী-এমপিরা টার্গেট হবেন না, তা বলা যায় না : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সায়েন্স ল্যাবে হামলার ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম টার্গেট ছিলেন না। এটি পুলিশের ওপর হামলা। গতকাল সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, এ ধরনের ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে একসময় যে মন্ত্রী-এমপি ও রাজনীতিবিদরা টার্গেট হবেন না, তা বলা যায় না। শনিবার রাতে সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনা ঘটে। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস এ হামলার দায় স্বীকার করেছে। আইএসের হামলার দায় স্বীকার প্রসঙ্গে তিনি বলেন, আইএসের নামে অপপ্রচার চলছে কি না, তাও খতিয়ে দেখতে হবে। আসামে ঘোষিত এনআরসি বাংলাদেশের জন্য কোনো হুমকি সৃষ্টি করবে কি না, এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ, আসাম প্রতিবেশী দেশের একটি রাজ্য। আমরা এনআরসির বিষয়টি পর্যবেক্ষণ করছি। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। যতটুকু জানি, এ তালিকায় হিন্দুও আছে, মুসলমানও আছে। হিন্দুরা এ তালিকায় আছে ৬০ ভাগ, মুসলমানরা ৪০ ভাগ। এ মুহূর্তে কোনো সুইপিং কমেন্ট করা যাবে না।

সর্বশেষ খবর