সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান হবে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্রের মুক্তির জন্য বিএনপি আন্দোলন করছে। আগামী দিনে এ আন্দোলন আরও বেগবান হবে। গতকাল সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীউপলক্ষে বিএনপি নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।  সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘আমরা অবিলম্বে দেশনেত্রীর মুক্তি এবং গণতন্ত্রকে মুক্ত করার জন্য একটি নির্বাচন চাই। যে নির্বাচন হবে সম্পূর্ণভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। আমরা বলেছি যে,  একাদশ সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এ দুটি দাবিতে আমরা আন্দোলন করছি এবং এ আন্দোলন আরও বেগবান হবে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে এখন গণতন্ত্র নেই। অত্যাচার-নির্যাতনের মধ্য দিয়ে গণতন্ত্রের কাঠামোকে ধ্বংস করে  ফেলা হচ্ছে।  সে জন্যই বিএনপিকে আগামী দিনগুলোতে আরও ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সব দল-মতকে পুনরুদ্ধার করতে হবে। দেশনেত্রীকে মুক্ত করতে হবে- এই হচ্ছে আজকে বিএনপির শপথ।’ বিএনপির আলোচনা সভা : বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনার আয়োজন করা হয়। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার কোনো ‘বিদেশি’ বন্ধু পাচ্ছে না। নতজানু পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক ব্যর্থতার কারণে আজ এ অবস্থার সৃষ্টি হয়েছে। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম খান আলিমের পরিচালনায় এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডির সভাপতি আসম আবদুর রব, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান প্রমুখ বক্তব্য দেন।

এছাড়া ২০ দলীয় জোটের খেলাফত মজলিশের মাওলানা মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এম এ রকীব, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা নুর হোসেইন কাসেমী, এলডিডির রেদোয়ান আহমেদ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার খোন্দকার লুৎফর রহমান, ডিএলের সাইফুদ্দিন মনি, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন ও গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া অনুষ্ঠানে বক্তব্য দেন।

সর্বশেষ খবর