মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গাদের মোবাইল বন্ধের নির্দেশ, প্রশাসনের সবাইকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গারা যাতে মোবাইল ফোনের সুবিধা না পায় তা সাত দিনের মধ্যে নিশ্চিত করতে দেশের সব মোবাইল অপারেটরকে ‘জরুরি’ নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের কাছ থেকে ‘জরুরি ব্যবস্থা’ নেওয়ার নির্দেশনা পেয়ে তারা অপারেটরদের চিঠি পাঠান। অন্যদিকে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং আরও দুই কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে তাদের প্রত্যাহার করা হয়। বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. জাকির হোসেন খান সাংবাদিকদের জানিয়েছেন, সাত দিনের মধ্যে রোহিঙ্গাদের মোবাইল ফোনের সুবিধা বন্ধে নির্দেশনা দিয়ে গতকাল অপারেটরদের চিঠি পাঠিয়েছে বিটিআরসি। নির্দেশনায় বলা হয়েছে, ‘রাষ্ট্রীয় নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনা, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসুরক্ষার স্বার্থে রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে মোবাইল সুবিধা না পায় সে বিষয়টি নিশ্চিত করার জন্য আপনাদের নির্দেশনা প্রদান করা হয়েছিল। কিন্তু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকারী কমিটি এবং বিভিন্ন পত্রপত্রিকা ও গণমাধ্যমে প্রকাশিত খবর, আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে কমিশন রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠী কর্তৃক ব্যাপক হারে সিম/রিম ব্যবহার-সংক্রান্ত তথ্য পেয়েছে। এ অবস্থায়, আগামী সাত কার্যদিবসের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে কোনো প্রকার সিম বিক্রি, রোহিঙ্গা জনগোষ্ঠী কর্তৃক সিম ব্যবহার বন্ধ, তথা রোহিঙ্গা জনগোষ্ঠীকে মোবাইল সুবিধাদি প্রদান না করা-সংক্রান্ত সব ব্যবস্থা নিশ্চিত করে বিটিআরসিকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।’ এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক আদেশে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আবুল কালাম আজাদ এনডিসিকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে। ওই আদেশে বলা হয়, তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নিয়োগপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক আদেশে বলা হয়েছে, বরিশালের অতিরিক্ত কমিশনার হিসেবে বদলির আদেশাধীন দুর্যোগব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক (যুগ্ম-সচিব) মো. মাহবুব আলম তালুকদারকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব মো. খলিলুর রহমানকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় কক্সবাজারে নিয়োগের উদ্দেশ্যে দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আরেক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি সিনিয়র সহকারী সচিব (ক্যাডার-বহির্ভূত) মো. আহসান হাবিবকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে নিযুক্তির লক্ষ্যে দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে নিয়োগ করা হয়েছে।

সর্বশেষ খবর