মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

তিন স্থানে বন্দুকযুদ্ধে তিনজন নিহত

প্রতিদিন ডেস্ক

সিলেট, ময়মনসিংহ এবং কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে গতকাল তিন ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাব ও পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহতদের একজন ২০ মামলার আসামি, একজন অটোরিকশা চোর চক্রের সদস্য এবং আরেকজন ডাকাত। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর- সিলেট : সিলেটের গোয়াইনঘাটে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২০ মামলার এক আসামি নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার সালুটিকর এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান। নিহত ফজর আলীর (৩৫) বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়। মনিরুজ্জামান বলেন, গোপন খবরে ঘটনাস্থলে একটি মাদকের আস্তানায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি করে। এক পর্যায়ে ফজর ঘটনাস্থলেই নিহত হন এবং বাকিরা পালিয়ে যায়। ফজর আলীর বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ২০টি মামলা ও শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে। ময়মনসিংহ : ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, খলিলুর রহমান নামের ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি ‘আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের’ সদস্য। গতকাল রাত সোয়া ১টার দিকে ময়মনসিংহ শহরের বাদে কলপা এলাকায়  গোলাগুলির ওই ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল  হোসেন আকন্দ জানান, ফুলবাড়িয়া উপজেলার বাশচালা গ্রামের আবদুল জলিলের ছেলে খলিলের বিরুদ্ধে অটোরিকশা চুরিসহ বিভিন্ন অভিযোগে থানায় দশটি মামলা রয়েছে। ওসি বলেন, ‘আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা চোরাই অটোরিকশা কেনাবেচা করছে’- এমন খবর পেয়ে  গোয়েন্দা পুলিশের একটি দল রাতে বাদে কলপা এলাকায় অভিযানে যায়। এ সময় চোরচক্রের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে চোরচক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে  সেখানে গুলিবিদ্ধ অবস্থায় খলিলকে পড়ে থাকতে  দেখা যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খলিলকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, এ অভিযানে দুই পুলিশ সদস্যও সামান্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি চোরাই অটোরিকশা এবং একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। কক্সবাজার : মহেশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল কাদের রানা (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল ভোর রাত সাড়ে ৫টার দিকে মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সাইরার ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের সাপমারার ডেইল এলাকার নুরুল হকের ছেলে। ঘটনাস্থল থেকে ৭টি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাবের দাবি সে একজন চিহ্নিত ডাকাত ও জলদস্যু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর