মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গু রোগী ভর্তি কমেছে ৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪ শতাংশ কমেছে। গত ২৪ ঘণ্টায় পাওয়া আক্রান্তের সংখ্যা অনুযায়ী এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গতকাল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৮৬৫ জন। এর মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৬ জন এবং অন্য বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৮৫ জন রোগী। বর্তমানে সারা দেশের হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৯৩১ জন। ঢাকায় ২ হাজার ১৭৭ জন ও ঢাকার বাইরে ১ হাজার ৭৫৪ জন ভর্তি রয়েছেন। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে হাসান ফকির (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বেলা ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৩০ আগস্ট জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হাসান। তার বাড়ি বাগেরহাটে। সূত্র জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত রাজধানীসহ সারা দেশের সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৭১ হাজার ৯৬২ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ৬৭ হাজার ৮৪৩ জন। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেলে ৮২, মিটফোর্ডে ৫৪, ঢাকা শিশু হাসপাতালে ৯, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩৩, বিএসএমএমইউতে ১৮, পুলিশ হাসপাতাল রাজারবাগে ৫, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬, বিজিবি হাসপাতাল পিলখানা ঢাকায় ১, সম্মিলিত সামরিক হাসপাতালে ৬, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৯ ও কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ১, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গুতে ৩ জনসহ সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে মোট ২৮৭ জন ভর্তি রয়েছেন। বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ১০৯ জন ভর্তি হয়েছেন। ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগে ১০৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭২ জন, খুলনায় ১৪৩ জন, রংপুরে ১৭ জন, রাজশাহীতে ৪২ জন, বরিশালে ৬১ জন, সিলেটে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। চলতি বছর মোট আক্রান্ত ৭১ হাজার ৯৬২ জনের মধ্যে জানুয়ারিতে ৩৮ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন, মার্চে ১৭ জন, এপ্রিলে ৫৮ জন, মে মাসে ১৯৩ জন, জুনে ১ হাজার ৮৮৪ জন, জুলাইয়ে ১৬ হাজার ২৫৩ জন, আগস্টে ৫২ হাজার ৬৩৬ জন এবং চলতি সেপ্টেম্বরের দুই দিনে ৮৬৫ জন ভর্তি হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর