বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক নির্যাতন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : বায়রা

কূটনৈতিক প্রতিবেদক

সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের নির্যাতনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে সরকারকে নিয়োগকর্তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)। গতকাল ঢাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময়  সভায় বায়রা নেতারা এ তথ্য জানান। বায়রা মহাসচিব শামীম আহমেদ চৌধুরী বলেন, সৌদি আরবের শ্রমবাজারে নারী কর্মীদের নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে, তা নিয়োগকর্তাদের নিয়ন্ত্রণ করা ছাড়া সমাধান সম্ভব নয়। মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, আমাদের কাছে সহযোগিতা চাইলে, ওই এমপ্লোয়ার সম্পর্কে ডিটেইলস চাইলে, আমরা সব তথ্য মন্ত্রণালয়কে দিয়ে সহযোগিতা করব, যাতে ওই নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এবং ব্ল্যাকলিস্টেড করা যায়। বায়রা সভাপতি বেনজীর আহমদ বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক নির্যাতন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। ইতিবাচক সাড়াও পেয়েছি। আমরা চাই, কোম্পানিগুলো কালো তালিকাভুক্ত করা হোক। লিখিত বক্তব্যে বায়রা সভাপতি বেনজীর আহমদ বলেন, সরকার মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে নতুন নতুন শ্রম বাজার উন্মুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বায়রা সব সময় সিন্ডিকেটমুক্ত শ্রম বাজারের পক্ষে। একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন মাধ্যমে মিথ্য ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে শ্রমবাজারকে ক্ষতিগ্রস্ত করার পাঁয়তারা করছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বায়রা সভাপতি বলেন, ‘সিন্ডিকেট হবে না তার গ্যারান্টি দিতে পারছি না। আগেও বলেছি সিন্ডেকেট হবে না, কিন্তু পরে জানতে পেরেছি মাঠ পর্যায়ে সিন্ডিকেট কাজ করছে। গতকালই শোনা গেছে, ইতিমধ্যে সিন্ডিকেট হয়ে গেছে। এই প্রচারটা চলছে। যা নিয়ে আমরা শঙ্কিত। তিনি বলেন,  মালয়েশিয়ায় মাইগ্রেশন খরচ যেন না বাড়ে সেজন্য মন্ত্রণালয় আমাদের বলেছে। আমরা আশা করছি, কেউ নির্ধারিত ফির বেশি গ্রহণ করবে না। দালাল যতই থাকুক, সবাইকে সরকার নির্ধারিত মূল্যে জনশক্তি নিতে হবে। মতবিনিময় সভার শুরুতে বায়রার জ্যেষ্ঠ সহসভাপতি শফিকুল আলম ফিরোজ, সহ-সভাপতি মনসুর আহমেদ কালামসহ কয়েকজন কার্যনির্বাহী কমিটির সভায় অনাস্থা প্রস্তাব তোলার পরও কেন মহাসচিব মতবিনিয়ম সভায় বক্তব্য রাখছেন তা নিয়ে হৈচৈ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর