বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ব্যারিস্টার মইনুল আবার কারাগারে

আদালত প্রতিবেদক

ব্যারিস্টার মইনুল আবার কারাগারে

সাংবাদিক মাসুদা ভাট্টির করা মানহানির মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে আবারও কারাগারে নেওয়া হয়েছে। তার জামিন আবেদন নাকচ করে গতকাল ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি গোলাম মোস্তাফা খান, আইনজীবী আমিনুল  ইসলাম, মহিউদ্দিন চৌধুরী ও তাহেরুল ইসলাম তৌহিদ আদালতে জামিন আবেদনের শুনানিতে বলেন, দরখাস্তকারীর বিরুদ্ধে দ বিধির ৫০০, ৫০৬ ও ৫০৯ ধারায় মামলা করা হয়েছে। পরে এ মামলায় হাই কোর্ট থেকে জামিন নেন দরখাস্তকারী ব্যারিস্টার মইনুল হোসেন। হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী জামিননামা বিচারিক আদালতে দাখিল করা হয়েছে। নিয়মিত তিনি আদালতে হাজিরা দিয়ে আসছিলেন। জামিনের কোনো শর্ত ভঙ্গ করেননি। এ ছাড়া আপিল বিভাগের নির্দেশনা অনুসারে দরখাস্তকারী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছেন। তিনি বয়স্ক, অসুস্থ মানুষ। যে ধারায় মামলা করা হয়েছে, তা জামিনযোগ্য। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নাকচ করে দেন। ব্যারিস্টার মইনুল গত বছরের ১৬ অক্টোবর এক টিভি আলোচনা অনুষ্ঠানে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় ঢাকাসহ বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মামলা হয়। ২২ অক্টোবর তিনি গ্রেফতার হওয়ার পর ওইসব মানহানি মামলায় হাই কোর্ট থেকে তার জামিন মঞ্জুর হয়। পরে জামিননামা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দাখিল করা হয়। গত ১৪ জানুয়ারি কারাগার থেকে ছাড়া পান ব্যারিস্টার মইনুল হোসেন। কিন্তু হাই কোর্টের ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগ গত ২১ আগস্ট এক আদেশে ১৫ দিনের মধ্যে মইনুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলে। সে নির্দেশ অনুযায়ী মঙ্গলবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর