বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বসবাস অযোগ্য নগরীর তালিকায় ঢাকা বিশ্বে তৃতীয়

নিজস্ব প্রতিবেদক

বিশ্বে বসবাসের অযোগ্য তৃতীয় শহর হয়েছে ঢাকা। বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার স্থান ১৩৮তম। ঢাকার পরে ১৩৯তম হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কো এবং সর্বনিম্ন অবস্থানে রয়েছে নাইজেরিয়ার রাজধানী লাগোস। গত মঙ্গলবার বসবাসযোগ্যতার দিক থেকে বিশ্বের ১৪০ শহরের তালিকাটি প্রকাশ করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। ২০১৮ সালে বিশ্বে বসবাসের সবচেয়ে অযোগ্য শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। এবার একধাপ উন্নতি পেয়ে যোগ্য শহরের  শেষ তিনে রয়েছে ঢাকা। বাসযোগ্য শহরের তালিকায় এবারও শীর্ষে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। দ্বিতীয় অস্ট্রেলিয়ার  মেলবোর্ন, তৃতীয় স্থানে রয়েছে সিডনি, চতুর্থ স্থানে জাপানের ওসাকা, পঞ্চম কানাডার ক্যালগারি। প্রতিবেশী দেশ ভারতের শহর দিল্লি ও মুম্বাই যথাক্রমে ১১৮ ও ১১৯তম স্থানে রয়েছে। এ ছাড়াও সিঙ্গাপুর ৪০ ও দুবাই রয়েছে ৭০তম অবস্থানে। পাকিস্তানের করাচিও রয়েছে শেষ ১০-এ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর