বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে রাজনৈতিক দোকান খোলা যাবে না

ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নাম বা ছবি ব্যবহার করে কোনো ‘রাজনৈতিক দোকান’ খোলা যাবে না।

গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় শোক দিবস স্মরণে তাঁতী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির রাজনীতির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ভোটের রাজনীতিতে বিএনপি ক্রমেই সংকুচিত হচ্ছে। ভোটের রাজনীতিতে এরা (বিএনপি) আরও সংকুচিত, আরও অপ্রাসঙ্গিক হয়ে গেছে। কারণ তারা জাতির পিতাকে খুন করেছে। জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করেছিল গ্রেনেড হামলার মধ্য দিয়ে। কাজেই বিএনপি অস্তিত্ব সংকটে ভুগছে এবং ভবিষ্যৎকে বিপন্ন মনে তারা এখন আবোলতাবোল বকছে। সেতুমন্ত্রী বলেন, খুন আর হত্যার রাজনীতিতে তাদের (বিএনপি) হাত রক্তে রঞ্জিত। জিয়াউর রহমান ১৫ আগস্টের মাস্টারমাইন্ড আর তারেক রহমান ২১ আগস্টের মাস্টারমাইন্ড। তাদের আঁতে ঘা লাগে আগস্ট মাসে। এদের গাত্রদাহ শুরু হয় আগস্ট মাসে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অনেকেই বঙ্গবন্ধুর ছবি টাঙিয়ে, তার নাম ভাঙিয়ে ‘রাজনীতির দোকান’ খুলে বসেছে। এমনকি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি দিয়ে দোকান খুলেছে। তাদের বিষয়ে পদক্ষেপ নিতে হবে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নাম-ছবি ব্যবহার করে কোনো রাজনৈতিক দোকান খোলা যাবে না। তাঁতী লীগ সভাপতি ইঞ্জিনিয়ার মো. শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তাঁতী লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর