বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ক্ষমতায় থাকলে আইজিপি সালাম দেয়, না থাকলে কনস্টেবল দেয় মাথায় বাড়ি

গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই এবং দুর্নীতিতে ভরে গেছে। দুর্নীতির কারণেই আজকে ক্ষমতায় যাওয়ার প্রবণতা বেশি। ক্ষমতায় থাকার প্রবণতা বেশি থাকার কারণ বিনা ভোটে একবার ক্ষমতায় গেলে কোটি কোটি টাকা কামানো সম্ভব। ক্ষমতায় থাকলে আইজিপি এসেও সালাম দেয়। আর আমি যত বড় লোকই হই না কেন যখন ক্ষমতায় নেই তখন কনস্টেবল এসেও মাথায় বাড়ি দেবে। সুতরাং নাগরিকতার ক্ষেত্রে এই বৈষম্যগুলোই আজকের অস্থিরতার শেষ সীমানায় পৌঁছে গেছে। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সংকট নিরসনের উপায়’ শীর্ষক সভার আয়োজন করে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি)। এম এ হালিমের সভাপতিত্বে ও এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তথ্য গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ। গয়েশ্বর রায় বলেন, আজকে যে রোহিঙ্গারা এসেছে তাদের প্রত্যাবাসন করতে পারছে না। সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে এমনটি হয়েছে। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা জাতীয় সমস্যা। এটি কোনো একটি রাজনৈতিক দলের সমস্যা নয়। এটি সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারকে উদ্দেশ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় টিম গঠন করে চীনে যান। তাদের বুঝিয়ে দেন, আমরা সবাই একসঙ্গে আছি। যদি আমাদের সঙ্গে না থাকেন তাহলে আপনাদের স্বার্থের অনেক ক্ষতি হবে। এটা যদি করতেন ছয় মাসের মধ্যে রোহিঙ্গা সমস্যার সমাধান হতো।

সর্বশেষ খবর