শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চ্যালেঞ্জ ছিল মিন্নির আইনগত অধিকার নিশ্চিত করা

আরাফাত মুন্না

চ্যালেঞ্জ ছিল মিন্নির আইনগত অধিকার নিশ্চিত করা

জেড আই খান পান্না

বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জামিনে মুক্তি পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন আইন ও সালিস কেন্দ্রের (আসক) চেয়ারপারসন ও হাই কোর্টে মিন্নির প্রধান আইনজীবী জেড আই খান পান্না। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, শুরুতে মিন্নির আইনগত অধিকার নিশ্চিত করাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এখন অন্তত এটা ভেবে ভালো লাগছে, আমরা একজন বিচারপ্রার্থীর সাংবিধানিক অধিকারটা নিশ্চিত করতে পেরেছি। বার কাউন্সিলের এই সদস্য বলেন, ১৯ বছরের একটা মেয়ে (মিন্নি)। তার চোখের সামনেই তার স্বামীকে কুপিয়ে হত্যা করা হলো। প্রযুক্তির কল্যাণে আমরা সবাই দেখলাম স্বামীকে বাঁচাতে তার সেকি চেষ্টা। পুলিশ স্বামী হত্যায় তাকেই আসামি করে আদালতে হাজির করল, তখন একজন আইনজীবীও পাওয়া গেল না তার পক্ষে। আমরা জানতে পারলাম, একটি প্রভাবশালী মহল মেয়েটির পক্ষে আইনজীবীদের না দাঁড়াতে চাপ সৃষ্টি করেছে। তখনই মিন্নিকে আইনি সহায়তা দেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিই। আইন ও সালিস কেন্দ্র ও বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের পক্ষ থেকে বরগুনার আইনজীবীদের সঙ্গে কথা বলি। সবাই মিন্নির পক্ষে দাঁড়াতে আগ্রহী থাকলেও কেউ সাহস পাচ্ছিলেন না। শেষে জেলা বারের সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী আসলাম সাহস করে মিন্নির পক্ষে দাঁড়িয়ে যান। ঢাকা থেকেও আমাদের প্রতিনিধিরা সেখানে গিয়ে সার্বিক তদারকি করেছেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন, নিজের মধ্যে আত্মতৃপ্তি তখনই আসে, যখন মানুষের জন্য কাজ করতে পারি। সাধারণ মানুষের আইনগত অধিকার নিশ্চিত করা আমার পেশাগত দায়বদ্ধতার মধ্যেই পড়ে। তাই সব সময় চেষ্টা করি মানুষের জন্য কাজ করতে। মানুষের জন্য কাজ করার অংশ হিসেবেই মিন্নির পক্ষে দাঁড়িয়েছি। জেড আই খান পান্না আরও বলেন, সারা দেশে ৪৫ হাজার পেশাজীবী বর্তমানে আইন পেশায় নিয়োজিত। এত আইনজীবী থাকার পরও এখনো অনেকে আইনগত সহায়তা পাওয়ার সাংবিধানিক অধিকারটুকু পান না। সরকারের লিগ্যাল এইড সার্ভিসের পাশাপাশি প্রত্যেক আইনজীবী যদি চান বছরে একজনকে বিনা খরচে আইনগত সহায়তা দেবেন তাহলে ৪৫ হাজার মানুষকে সহায়তা দেওয়া হবে।

নতুন প্রজন্মের যারা আইন পেশায় আসতে চায়, তাদের মানুষের জন্য কাজ করার কথা মাথায় নিয়েই পেশায় আসা উচিত বলে মনে করেন তিনি।

সর্বশেষ খবর