শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশের উন্নয়নে ব্লাঙ্ক চেক বিশ্বব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের উন্নয়নে ব্লাঙ্ক চেক বিশ্বব্যাংকের

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের উন্নয়নে যত টাকা প্রয়োজন তা দিতে প্রস্তুত রয়েছে বিশ্বব্যাংক। এক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশকে বলেছে তোমাদের ব্লাঙ্ক চেক দেওয়া হয়েছে যত অর্থের প্রয়োজন সে অঙ্কটা তোমরা লিখে নাও। গতকাল অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বনের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, এক সময় পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে দাঁড়ালেও বর্তমানে তাদের আচরণে আমূল পরিবর্তন এনেছে বিশ্বব্যাংক। বাংলাদেশকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশের উন্নয়নে অর্থায়নের ক্ষেত্রে আর কোনো লুকোচুরি থাকবে না বলেও জানিয়েছে বিশ্বব্যাংক। অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশে উন্নয়ন প্রকল্প তৈরি ও অর্থায়নে প্রস্তুত। দেশের সম্ভাবনাময় খাতগুলোকে কাজে লাগানোর জন্য বিশ্বব্যাংকের পরমর্শও নেওয়া হবে। দেশে ৮৮ শতাংশ ব্লু-ইকোনমি কাজে লাগানোর সুযোগ রয়েছে। এ খাতেও সহায়তা করতে ইচ্ছা প্রকাশ করেছে বিশ্ব সংস্থাটি। তারা আমাদের ব্লু-ইকোনমিক বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে দেশের উন্নয়নে সেগুলোতে কাজে লাগাতে সহায়তা দিতে চায়।

এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর