শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভবিষ্যৎ ঠিক করবে সরকারি দল

-শেখ শহীদুল ইসলাম, জেপি মহাসচিব

ভবিষ্যৎ ঠিক করবে সরকারি দল

সাবেক শিক্ষামন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেছেন, সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি থাকলেও জনগণের প্রত্যাশা অনুযায়ী তারা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছে না। জনগণ তাদের বিরোধী দল মনে করে না। এ কারণে আজকে যে দ্বিধাদ্বন্দ্ব বা প্রকাশ্যে কোন্দল দেখা দিয়েছে তা মিটমাট করতে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। জাতীয় পার্টির ভবিষ্যৎ নির্ধারণ করবে সংসদের সরকারি দলই। এখন যে অবস্থা দাঁড়িয়েছে আপাতদৃষ্টিতে তা-ই মনে হচ্ছে। জাতীয় পার্টি কোন পথে- জানতে চাইলে গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন শেখ শহীদুল ইসলাম। তিনি বলেন, যে দল এক ব্যক্তিকেন্দ্রিক গড়ে ওঠে সেই দলের কেন্দ্রীয় চরিত্রের মৃত্যু ঘটলে যে কোনো বিপর্যয় ঘটতে পারে। এটা অস্বাভাবিক কিছুই নয়। জাতীয় পার্টির গঠনতন্ত্রেও এক ব্যক্তিকেন্দ্রিক নির্ভরশীলতার কথা বলা হয়েছে। এক ব্যক্তিকেন্দ্রিক গঠনতন্ত্র থাকলে সেই দলে স্বাভাবিকভাবেই গণতন্ত্র চর্চা হয় না। জাতীয় পার্টিতেও তাই হয়েছে। এখন দুটি পক্ষই গঠনতন্ত্রের ধারা নিয়ে টানাটানি করছেন। তারা নিজেদের মতো করে গঠনতন্ত্র ব্যবহার করছেন। তিনি আরও বলেন, এরশাদের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই জাতীয় পার্টি দুর্বল হবে। এখন সেটাই হচ্ছে। আরও দল-উপদল গ্রুপিং সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে জাতীয় পার্টি থেকে বেরিয়ে যাওয়া সব দল বা গ্রুপ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে জাতীয় পার্টি ঘুরে দাঁড়াতে পারে। আর জাতীয় পার্টির নেতৃত্ব কে দেবে তা সংসদীয় গণতন্ত্রের স্বার্থে সরকারই সিদ্ধান্ত দেবে।

সর্বশেষ খবর