শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

গঠনতান্ত্রিকভাবে রওশনই চেয়ারম্যান

-ফখরুল ইমাম, প্রেসিডিয়াম সদস্য

গঠনতান্ত্রিকভাবে রওশনই চেয়ারম্যান

দলের গঠনতন্ত্র অনুযায়ী বেগম রওশন এরশাদই জাতীয় পার্টির চেয়ারম্যান বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি। তিনি বলেন, দলের গঠনতন্ত্রেই আছে, এরশাদ চেয়ারম্যান। সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ আর কো-চেয়ারম্যান জি এম কাদের। তাই এরশাদের মৃত্যুতে স্বাভাবিকভাবেই রওশন এরশাদ দলের হাল ধরবেন। তাছাড়া এরশাদের দীর্ঘ রাজনীতির সুখ-দুঃখে রওশন এরশাদই পাশে ছিলেন। কোথায় ছিলেন জি এম কাদের। আজকে উড়ে এসে জুড়ে বসেছেন। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন জাতীয় পার্টির এই এমপি। তিনি বলেন, রাজনীতি নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইলিংয়ের কোনো সুযোগ নেই। দল চলে গঠনতান্ত্রিকভাবে। কাকে মুখে কি উইস করে গেলেন তা দিয়ে তো আর দল চালানো যায় না। এখন সামনে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। আমরা ৪১ জন প্রেসিডিয়াম সদস্য মিলেও কাউকে চেয়ারম্যান করতে পারব না। কারণ সেই ক্ষমতা আমাদের নেই। এ জন্য কাউন্সিল করতে হবে। কাউন্সিলররাই নেতৃত্ব নির্বাচন করবেন।

তিনি বলেন, আগামীকাল (রবিবার) আমাদের পার্লামেন্টারি পার্টির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে নেতৃত্ব দেবেন বেগম রওশন এরশাদ। সেখানেই নির্ধারিত হবে কে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হবেন। এমপিরাই তা নির্ধারণ করবেন। কেউ কাউকে বলে দিলেই বিরোধীদলীয় নেতা হয়ে যাবেন না। একটি নির্ধারিত পদ্ধতির মাধ্যমেই বিরোধীদলীয় নেতা নির্বাচন করা হবে।

সর্বশেষ খবর