শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিজেপি নেতাদের চাঁদে ফ্ল্যাট কেনার পরামর্শ

প্রতিদিন ডেস্ক

বিজেপি নেতাদের চাঁদে ফ্ল্যাট কেনার পরামর্শ

ভারতীয় চন্দ্রযান বিক্রম চাঁদে অবতরণ করার আগে বিজেপি সরকারের ওপর এক হাত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তিনি বিজেপি নেতাদের চাঁদে গিয়ে ফ্ল্যাট কিনে থাকার পরামর্শ দিয়ে বলেছেন, ‘যেন এই প্রথম চন্দ্রযান গেল! যেন ওরা (বিজেপি) সরকারে আসার আগে এ রকম মিশন হয়নি!’ সূত্র : সংবাদ প্রতিদিন, দ্য ওয়াল। গতকাল বিধান সভায় ভাষণ দেওয়ার সময় মমতা আরও বলেন, দেশের অর্থনৈতিক বিপর্যয় থেকে নজর ঘোরাতেই এসব করা হচ্ছে। এই বিপর্যয় থেকে নজর ঘোরাতে এখন আমাদের চন্দ্র দেখাচ্ছে। তিনি বিজেপি নেতাদের চাঁদে গিয়ে ফ্ল্যাট কিনে থাকার পরামর্শ দিয়ে আরও বলেন, ‘বিজেপি নেতারা যাক, চাঁদে গিয়ে ফ্ল্যাট বানিয়ে থাকুক।  সেখানে বহুতল ভবন নির্মাণ করুক।’ তিনি আরও বলেন, ‘কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি চন্দ্রযান নিয়ে বিজেপি  নেতারা নানা ধরনের মন্তব্য করছে! মনে হচ্ছে যেন, বিজ্ঞান-পৃথিবী-মেঘ-চাঁদ-সূর্য যেন তারাই তৈরি করেছে! মহামানব হয়ে গেছে! চন্দ্রযানের সব কৃতিত্ব বিজ্ঞানীদের। বিজেপি নেতাদের নয়।’ উল্লেখ্য, ইসরোর খবর অনুযায়ী, ভারতীয় সময় শুক্রবার দিনগত রাত ১.৪০ মিনিট থেকে ১.৫৫ মিনিটে চন্দ্রপৃষ্ঠের পথে নামা শুরু করবে বিক্রম। চাঁদের মাটি স্পর্শ করবে রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে।

বাংলাতে এনআরসি নয় : পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) কোনোমতেই করতে দেওয়া হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য বিধানসভায় নাগরিক পঞ্জি নিয়ে ১৮৫ ধারায় আলোচনার সময় কেন্দ্রের ক্ষমতাসীন দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা জানান, ‘বাংলায় কোনোভাবেই এনআরসি চালু করতে দেওয়া হবে না।’ মমতার কথায় ‘আপনি (নরেন্দ্র মোদি) মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে ম্যানেজ করতে পারেন, কিন্তু বাংলাকে পারবেন না।’

সর্বশেষ খবর