শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বালিশ দুর্নীতি পর্দার কাছে হেরে গেছে

নিজস্ব প্রতিবেদক

বালিশ দুর্নীতি পর্দার কাছে হেরে গেছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশ কেনার দুর্নীতিকে হারিয়ে দিয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পর্দা কেনার দুর্নীতি।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘সাইফুর রহমান দেশপ্রেমিক ছিলেন। তিনি কখনই নিজের বা দলের লাভের জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলি দেননি। আজ সাইফুর রহমান বেঁচে থাকলে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ব্যাঙের ছাতার মতো ব্যাংক, রূপপুরে এভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতো না। স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক প্রমুখ।

সর্বশেষ খবর