রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

কেনাকাটায় জড়িতরা টপ টু বটম দুর্নীতিগ্রস্ত

এম হাফিজউদ্দিন খান

নিজস্ব প্রতিবেদক

কেনাকাটায় জড়িতরা টপ টু বটম দুর্নীতিগ্রস্ত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান বলেছেন, কেনাকাটার প্রক্রিয়ার সঙ্গে জড়িত সব কর্মকর্তা টপ টু বটম দুর্নীতিগ্রস্ত। দুর্নীতি করেও পার পাওয়া যায় এবং দুর্নীতি করার পর ধরা পড়া ও শাস্তির ভয় ছাড়াই দুর্নীতি করা সম্ভব হচ্ছে। সবার যোগসাজশে এ দুর্নীতি হচ্ছে। যে কারণে এ খাতে দুর্নীতি বন্ধ করা সম্ভব হয় না। গত শুক্রবার তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুর্নীতি নতুন নয়। বহুদিন ধরে চলে আসছে। সময়ের সঙ্গে তা বেড়েই চলেছে। কেনাকাটার ক্ষেত্রে দুর্নীতির খবর সরকার জানে। এ খাতে দুর্নীতি বন্ধে সরকার পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং ই-টেন্ডারিংয়ের ব্যবস্থা করেছে। কিন্তু লাভ হচ্ছে না। শত উপায় আছে কেনাকাটার ক্ষেত্রে দুর্নীতি করার। তিনি বলেন, টেন্ডারিং প্রসেসের মধ্যে কাউকে টেন্ডার পাইয়ে দিতে চাইলে তাকে সব থেকে কম খরচের দেখানো হয়, আগে থেকেই টেন্ডারের তথ্য ফাঁস করে দেওয়া হয়, রেট বা হার বলে দেওয়া হয়। এ ছাড়া টেন্ডারের বৈশিষ্ট্য বা শর্ত এমনভাবে সাজানো হয় যাতে নির্দিষ্ট ব্যক্তিই ওই সুযোগ পায়। হাফিজউদ্দিন খান বলেন, আমাদের দাবি ছিল মন্ত্রী-এমপিসহ সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রতি বছর দিতে হবে এবং তা মিডিয়ায় প্রকাশ করতে হবে। এ কাজ করতে পারলে দুর্নীতি কমবে। তিনি বলেন, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলেও সাজা কার্যকরের উদাহরণ চোখে পড়ে না। দুর্নীতি বন্ধে কঠোর সাজা কার্যকর করা দরকার। দুর্নীতির অভিযোগ বিশেষ বিচারিক আদালতে করারও পরামর্শ দেন তিনি। এ ছাড়া সংসদের একটি দায়িত্ব আইনের প্রয়োগ নিশ্চিত করতে ভূমিকা পালন করা, যা জাতীয় সংসদ করে না বলে মনে করেন তিনি।

সর্বশেষ খবর