রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

কঠিন পরীক্ষায় টাইগাররা

আসিফ ইকবাল, চট্টগ্রাম থেকে

কঠিন পরীক্ষায় টাইগাররা

আবহাওয়া অফিস জানাচ্ছে আজ ও আগামীকাল চট্টগ্রামে বৃষ্টি হবে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাবে কিনা তার কোনো আগাম ইঙ্গিত নেই। তবে ক্রিকেটপ্রেমীরা মনে প্রাণে চাইছেন আফগানিস্তানের কাছে হেরে লজ্জা পাওয়ার চেয়েও টেস্টটি যেন ভেসে যায় বৃষ্টিতে। যদিও ম্যাচের বাকি দুদিন। তবে তৃতীয় দিন শেষে ম্যাচের যে চিত্র, তাতে ম্যাচ হারের শঙ্কায় ভুগতে শুরু করেছেন খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা সাকিব, মুশফিক, তাইজুলরা। গতকাল হঠাৎ বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে সফরকারী আফগানিস্তান এগিয়ে ৩৭৪ রানে। দ্বিতীয় ইনিংস এখনো শেষ হয়নি রশিদ খানদের। আজ আরও কতটা সময় ব্যাটিং করবে সফরকারীরা, তার উপর নির্ভর করবে বাংলাদেশকে জয়ের জন্য কত টার্গেট তাড়া করতে হবে। কতটা অবিশ্বাস্য ক্রিকেট খেলতে হবে সাকিবদের। ইতিহাস বলছে শুধু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম নয়, বিশে^র কোথাও তিনশোর্ধ্ব রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড নেই বাংলাদেশের। সর্বোচ্চ ২১৭ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে সাকিব বাহিনীর। সেটা সূদুর ওয়েস্ট ইন্ডিজের জর্জ টাউনে ২০০৯ সালে। পরিসংখ্যান বলছে চতুর্থ ইনিংসে তাড়া করে বাংলাদেশ ম্যাচ জিতেছে তিনবার। একবার মিরপুরে এবং বাকি দুবার জর্জ টাউন ও কলম্বোয়। সুতরাং নতুন ইতিহাস গড়তে সাকিব, মুশফিক, সাদমান, লিটন, সৌম্য, মাহমুদুল্লাহদের করতে হবে অবিশ্বাস্য ব্যাটিং। তবে আশার কথাও যে নেই, সেটা নয়। চতুর্থ ইনিংসে ৪১৩ রান করার রেকর্ডও রয়েছে টাইগারদের।

‘ক্রিকেটে অবিশ্বাস্য বলে কিছু নেই। হারা ম্যাচ অনেকে জিতে যায়। আবার জেতা ম্যাচও হেরে যায়। চতুর্থ ইনিংসে রান তাড়া করে ম্যাচ জেতাটা কঠিন। চ্যালেঞ্জিং। তবে অবিশ্বাস্য নয়। এজন্য ব্যাটসম্যানদের অবিশ্বাস্য ব্যাটিং করতে হবে। ধৈর্য্যরে পরীক্ষা দিতে হবে।’ তৃতীয় দিন শেষে স্কোর বোর্ডে সফরকারীরা দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৩৭ রান তুলে এগিয়ে ৩৭৪ রানে। বাংলাদেশের ম্যাচ জেতা সম্ভব কি না, প্রশ্নের উত্তরে মিডিয়ার মুখোমুখিতে এমনটাই বলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ এখন পর্যন্ত টেস্ট জিতেছে ১২টি। ৯টি রানের ব্যবধানে এবং তিনটি রান তাড়া করে। ২০০৯ সালে সাকিবের অবিশ্বাস্য অলরাউন্ডিং পারফরম্যান্সে জর্জ টাউনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ৪ উইকেটে। ক্যারিবীয়দের বিপক্ষে জিতেছিল ২১৭ রান তাড়া করে। ২০১৪ সালে মিরপুরে সাকিব ও তাইজুলের ঘূর্ণিতে ৩ উইকেটে হারিয়েছিল জিম্বাবুয়েকে। সেবার রান তাড়া করেছিল ১০১ রান। নিজেদের শততম টেস্টেও টাইগাররা জিতেছিল রান তাড়া করে। কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কার বেধে দেওয়া ১৯১ রান তাড়া করে ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ সাকিব ও তামিমের দুরন্ত ব্যাটিংয়ে। আজ কত রানের টার্গেট দিবে আফগানিস্তান, সেটা এখনই বলা যাচ্ছে না। তবে সাকিব বাহিনীকে জিততে অবিশ্বাস্য ক্রিকেটটাই খেলতে হবে। এজন্য সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, সৌম্য, সাদমান, লিটন, মোসাদ্দেক সৈকতদের যে কোনো একজনকে হতে হবে বেন স্টোকস। অ্যাশেজে অবিশ্বাস্য ব্যাটিং করে হারা ম্যাচ একাই জিতিয়েছেন ইংলিশ অলরাউন্ডার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর