রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঢাকায় কোনো গ্যাং থাকবে না

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় কোনো গ্যাং থাকবে না

আছাদুজ্জামান মিয়া

কিশোর গ্যাং বলি আর বড় গ্যাং, ঢাকায় গ্যাং বলে কোনো শব্দ থাকবে না। সবাইকে নিশ্চিহ্ন করা হবে। গ্যাং কালচারের বিরুদ্ধে পুলিশ শূন্য সহিষ্ণু নীতি অবলম্বন করেছে। ঢাকায় কোনো ধরনের গ্যাংয়ের অস্তিত্ব থাকতে দেওয়া হবে না। সম্প্রতি ঢাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। গতকাল রাজধানীর চকবাজারে হুসেনী দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, গত কয়েক বছরের মতো এবারও তাজিয়া মিছিলে সব ধরনের ধারালো অস্ত্র, ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ব্যাগ, পোঁটলা, লাঠি, ছোরা, চাকু, তলোয়ার, বর্শা, বল্লম, আগুন এবং আতশবাজি বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র, পিএ সেট বা উচ্চমাত্রার শব্দ তৈরি করে এমন কোনো কিছুই মিছিলে ব্যবহার করা যাবে না। কাউকে ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হবে না। তাজিয়া মিছিলে নি-িদ্র নিরাপত্তা থাকবে। কাউকেই তাজিয়া মিছিলে নাশকতা করতে দেওয়া হবে না। ডিএমপি প্রধান বলেন, ইমামবাড়ায় যারা শ্রদ্ধা নিবেদন করতে বা মিছিলে যোগ দিতে আসবেন, তাদের আর্চওয়েসহ প্রয়োজনে বিভিন্নভাবে তল্লাশি করা হবে। এরপর তারা ভিতরে প্রবেশ করতে পারবেন। প্রতিটি অনুষ্ঠানের চারপাশে এসবি এবং গোয়েন্দা নজরদারি থাকবে। অনুষ্ঠানের আগে ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকা সুইপিং করা হবে। অনুষ্ঠানগুলো মনিটর করবে ডিবির কাউন্টার টেররিজম ইউনিট। এ ছাড়া বোমা নিষ্ক্রিয়করণ দল ও সোয়াত টিম প্রস্তুত থাকবে। তিনি বলেন, তাজিয়া শোক মিছিল উপলক্ষে বড় কাটারা ইমামবাড়া, খোজা শিয়া অনুসারী ইমামবাড়া এবং বিবিকা রওজায় নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সমন্বিত ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পালিত হবে তাজিয়া শোক। সে লক্ষ্যে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যেসব রুট দিয়ে শোক মিছিল যাবে সেসব রুটে থাকবে আমাদের রুফটপ ডিউটি, রোড ব্যারিকেড ব্যবস্থা এবং গাড়ি ও ফুট পেট্রোলিং। প্রতিটি ইমামবাড়া সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

সর্বশেষ খবর