রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সোশ্যাল মিডিয়া নয়, সোশ্যাল কোকেন

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল মিডিয়া নয়, সোশ্যাল কোকেন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘অনেককেই দেখি সারা দিন ফেসবুকে থাকে। ফেসবুকে আসক্তি হয়ে গেছে। এটা সোশ্যাল মিডিয়া নয়, সোশ্যাল কোকেন। এ সোশ্যাল কোকেন থেকে আমাদের রক্ষা পেতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’ গতকাল সকালে মিরপুর পুলিশ স্টাফ কলেজে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘মাদক-সন্ত্রাস, শিশু নির্যাতন, ইভটিজিং, বাল্যবিয়ে ও ইন্টারনেট সেলফোনের অপব্যবহার প্রতিরোধে করণীয়’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিশোর গ্যাং বন্ধ করতে আমাদের পুলিশ কাজ করছে। আমরা অভিভাবকদের বলব- ‘আপনার সন্তানদের দিকে লক্ষ্য রাখুন। তারা যেন কিশোর গ্যাংয়ে জড়িয়ে না পড়ে। সন্ধ্যার পর কিশোররা কেন বাইরে থাকবে? হয় তারা পড়ার টেবিলে থাকবে, না হয় বাসায়। আমরা দেখছি তারা অনেক রাত পর্যন্ত বাইরে থাকে। আর যদি কোনো কিশোর অপরাধ করেই থাকে, তাহলে কিশোর আইনে তাদের বিচার হবে।’ তিনি বলেন, ১০ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক না। এখন পুলিশ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক আইজিপি ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি আবদুর রউফ এবং সিআইডি প্রধান শফিকুল ইসলাম।

সর্বশেষ খবর