রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

উন্নয়ন ম্লান করতে গুটিকয়েক দুর্নীতিবাজই যথেষ্ট

অধ্যাপক ড. জিয়া রহমান

নিজস্ব প্রতিবেদক

উন্নয়ন ম্লান করতে গুটিকয়েক দুর্নীতিবাজই যথেষ্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান বলেছেন, সরকারের অনেক উন্নয়ন আছে। কিন্তু এর ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। উন্নয়নকে ম্লান করতে গুটিকয়েক দুর্নীতিবাজই যথেষ্ট। ক্ষমতাবানদের সঙ্গে দুর্নীতিবাজদের সবসময় আন্তঃসম্পর্ক থাকে। গত বৃহস্পতিবার বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, মধ্যম আয়ের দেশে পৌঁছানোর দ্বারপ্রান্তে আমরা। ফলে সব খাতেই আর্থিক লেনদেন কয়েকগুণ বেড়েছে। আর্থ-সামাজিক উন্নয়নের জোয়ারে বেড়েছে দুর্নীতিও। রাষ্ট্রের কাঠামোতে পরিবর্তন না আনলে এ সমস্যার সমাধান মুশকিল। আমলা, পুলিশদের ক্ষমতা দিয়ে রাখা হয়েছে। অপরাধ করে দুর্নীতি করে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ড. জিয়া রহমান আরও বলেন, জবাবদিহিতা না থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। এসব দুর্নীতি রুখতে রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই। আইনের কঠোর প্রয়োগ এবং দুর্নীতিবাজদের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে না।

সর্বশেষ খবর