সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

এখনো বিচার হয়নি ব্রুনাইয়ে হাইকমিশনে মারধরের

কূটনৈতিক প্রতিবেদক

এখনো বিচার হয়নি ব্রুনাইয়ে হাইকমিশনে  মারধরের

ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশন দূতাবাস কর্মকর্তার কক্ষে দালাল বা প্রতারক দাবি করে এক লোককে ৪/৫ জন মিলে কিল, ঘুষি, লাথি মারার দৃশ্য ভাইরাল হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া  হয়নি। যদিও গত মাসে এ ঘটনার পর ঢাকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। অবশ্য হাইকমিশন সংশ্লিষ্টদের দাবি, এখনো তদন্ত শেষ না হওয়ায় কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এখন পর্যন্ত তদন্তে হাইকমিশনের কর্মকর্তার কোনো দোষ খুঁজে না পাওয়ার কথা জানিয়েছে সূত্র। গত ২১ আগস্ট নির্যাতনের একটি ঘটনার ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে, যাতে দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা আবদুল্লাহ আল রশিদের সামনে একজনকে কিল-ঘুষি-লাথি মারতে দেখা যায়। এ ধরনের আরও বেশকিছু ঘটনা ওই দূতাবাসের শ্রম বিভাগের কর্মীরা ঘটিয়েছেন বলে তখন অভিযোগ ওঠে। ভাইরাল হওয়া ভিডিও দেখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও। ক্ষুব্ধ হলেও কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি তার পক্ষে। কারণ বিশ্বের নানা দেশে বাংলাদেশের দূতাবাসগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকলেও সেখানে অন্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বিভিন্ন পদে নিয়োগ পান, যাদের কর্তৃত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হাতে থাকে। আর ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্র ক্যাডারের কোনো কর্মকর্তা দায়িত্বে নেই। ফলে দূতাবাসের মধ্যে নির্যাতনের অভিযোগ ওঠার পর তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জানান পররাষ্ট্রমন্ত্রী। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায়, দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ঘটনার দুই সপ্তাহ পরও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তথ্য জানা যায়নি।

সর্বশেষ খবর