মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রওশন বিরোধীদলীয় নেতা ও উপনেতা জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ ছাড়া দলটির চেয়ারম্যান জি এম কাদেরকে উপনেতা করা হয়েছে। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গতকাল এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনে জাতীয় পার্টির এমপি এবং জি এম কাদের একই দলের লালমনিরহাট-৩ আসনের এমপি। আইন অনুযায়ী বিরোধীদলীয় নেতা মন্ত্রী ও উপনেতা প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার পদটি শূন্য হয়। রবিবার রওশনকে জাপার সংসদীয় দল বিরোধীদলীয় নেতা করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। কিন্তু উপনেতা বাছাই করতে পারেনি সংসদীয় দল। উপনেতা হিসেবে জি এম কাদেরকে বেছে নিলেন রওশন এরশাদ। এর আগে রওশন এরশাদ সংসদের উপনেতার দায়িত্বে ছিলেন। দলে কোনো মতভেদ নেই : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দলের মধ্যে কোনো মতভেদ নেই। আমরা ঐক্যবদ্ধভাবে পার্টিকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। গতকাল বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। জি এম কাদের বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে। তিনি আরও বলেন, পার্টিকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য ৮ বিভাগে কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে সাংগঠনিক টিম গঠন করা হয়েছে।

সর্বশেষ খবর