শিরোনাম
শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ

পাঁচ বিষয়ে গাইড লাইন দেবেন শেখ হাসিনা

রফিকুল ইসলাম রনি

পাঁচ বিষয়ে গাইড লাইন দেবেন শেখ হাসিনা

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ। সন্ধ্যায় গণভবনে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এ বৈঠকে কেন্দ্রীয় নেতাদের পাঁচ বিষয়ে সুনির্দিষ্ট ‘গাইডলাইন’ দেবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে দলের ২১তম জাতীয় সম্মেলনের সময় নির্ধারণ ও প্রয়োজনীয় প্রস্তুতি শুরু, ছাত্রলীগের দুই নেতার ব্যাপারে সিদ্ধান্ত, মেয়াদোত্তীর্ণ দলের সহযোগী সংগঠনের সম্মেলন, উপজেলায় বিদ্রোহীদের চিঠির পর এবার নৌকাবিরোধী এমপি-মন্ত্রীদের ব্যাপারে করণীয়। কেন্দ্রের আগে জেলা  উপজেলার সম্মেলন ও কোন্দল নিরসনে কেন্দ্রীয় নেতাদের জেলা সফরের ব্যাপারে সিদ্ধান্ত। এ ছাড়া আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি নির্বাচনে দলীয় প্রার্থী নিয়েও আলোচনা হতে পারে। দলের দায়িত্বশীল একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রমতে, ২৩ অক্টোবর আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। আজকের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের ২১তম জাতীয় সম্মেলন নিয়ে সিদ্ধান্ত দেবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী অক্টোবর কিংবা নভেম্বরে সম্মেলন করার প্রস্তুতির অংশ হিসেবে এখন থেকেই বিভিন্ন উপকমিটি গঠন করে দিতে পারেন। আর কোনো কারণে এ বছরে সম্মেলন করা না গেলে আগামী যে কোনো বৈঠকে কমিটির মেয়াদ বাড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। জানা গেছে, যথাসময়ে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের কথা বলা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান প্রস্তুতি নেই। সে কারণে আজকের বৈঠকে দলীয় সভানেত্রী গাইডলাইন দেবেন। এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আজকের বৈঠকে ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন, ৩ নভেম্বর জেলহত্যা দিবসের কর্মসূচি ছাড়াও রাজনৈতিক বেশ কিছু দিকনির্দেশনা দেবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। এর মধ্যে দলের ২১তম জাতীয় সম্মেলন, মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনের সম্মেলন, জেলা-উপজেলার সম্মেলনের ব্যাপারে সিদ্ধান্ত। জানা গেছে, উপজেলা নির্বাচনে দলীয় পদে থেকে ২ শতাধিক নেতা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। তাদের কারণ দর্শানো নোটিস দেওয়া হচ্ছে। একই সঙ্গে যেসব এমপি-মন্ত্রী ও নেতা নৌকাবিরোধী ছিলেন তাদের ব্যাপারে শোকজের সিদ্ধান্ত থাকলেও এখন পর্যন্ত কাউকে চিঠি দেওয়া হয়নি। তাদের ব্যাপারে করণীয় কী, সে বিষয়ে আজকের বৈঠকে সিদ্ধান্ত দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা। আওয়ামী লীগের ৬টি ভ্রাতৃপ্রতিম সংগঠনের মধ্যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। কর্মসূচি নিয়ে যুবলীগ রাজপথে সক্রিয় থাকলেও স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগ দিবসভিত্তিক কর্মসূচিতেই আটকে আছে। অন্যদিকে জাতীয় শ্রমিক লীগের মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ সংগঠনের সম্মেলন চান দলীয় সভানেত্রী শেখ হাসিনা। আজকের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন তিনি।

ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে মাদক সেবন, চাঁদাবাজিসহ সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কঠোর মনোভাবে রয়েছেন সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা। ক্ষুব্ধ হয়ে কমিটি ভেঙে দেওয়ার কথাও বলেছেন। আজকে দলীয় সভায় বিষয়টি আলোচনা হতে পারে। সে ক্ষেত্রে শোভন-রাব্বানীকে অব্যাহতি দিয়ে অন্য দুজনকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

আগামী ডিসেম্বরে ঢাকার দুই সিটিতে ভোট হতে পারে। এ ছাড়া চট্টগ্রামেও আগামী বছরে ভোট হওয়ার সম্ভাবনা। এ তিন সিটিতে এবার দলীয় প্রতীকে ভোট হবে। দলীয় প্রার্থী নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

সর্বশেষ খবর