শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মসজিদে ঢুকে যুবককে কোপাল মাদক ব্যবসায়ীরা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে মসজিদে ঢুকে এক যুবককে কুপিয়ে আহত করেছে মাদক ব্যবসায়ীরা। গতকাল জুমার নামাজের সময় সদর উপজেলার খরুলিয়ার সুতারচর মসজিদে এ ঘটনা ঘটে। আহত আবদুল মালেককে (৩২) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুতারচর গ্রামের ছুরুত আলমের  ছেলে। জানা গেছে, জুমার জামাত শেষে আবদুল মালেক সুন্নত নামাজ পড়ছিলেন। এ সময় মসজিদের ভিতরে ঢুকে প্রতিবেশী মাদক ব্যবসায়ী ইউসুফ আলীর ছেলে রাজা মিয়া ৫/৬ জনকে নিয়ে রামদা দিয়ে তার মাথা ও শরীরে কোপাতে থাকে। অবস্থা দেখে অন্য মুসল্লিরা ভয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনরা এসে মালেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। ঝিলংজা ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান টিপু সুলতান বলেন, ‘কয়েকদিন আগে আহত মালেকের ছোট ভাই মান্নানের  মোবাইল ফোন ও ২৫ হাজার টাকা দিন-দুপুরে ছিনিয়ে নেয় রাজা মিয়া। পরে মালেক তার স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন দফতরে যোগাযোগ করে সুরাহা না পেয়ে সন্ত্রাসী রাজা মিয়াকে ধাওয়া দেয়। এ ঘটনার জেরে হামলার ঘটনা ঘটেছে।’ ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। সদর থানার ওসি তদন্ত খাইরুজ্জামান জানান, আসামি  গ্রেফতারে কাজ করছে পুলিশ। এদিকে, আহত মালেকের বড় ভাই আব্দুস সালাম ঘটনার পর পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

সর্বশেষ খবর